ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চপলের সঙ্গীতে এ্যালবাম ‘উড়ু উড়ু মন’

প্রকাশিত: ০৬:৪৪, ১৫ মার্চ ২০১৫

চপলের সঙ্গীতে এ্যালবাম ‘উড়ু উড়ু মন’

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সময়ে সঙ্গীত পরিচালনা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন আহমেদ চপল। চলচ্চিত্রের পাশাপাশি তার অডিও এ্যালবামের কাজ নিয়েও সমানতালে ব্যস্ত তিনি। এরই ধারাবাহিকতায় চপলের সঙ্গীত পরিচালনায় পহেলা বৈশাখে আসছে ‘উড়– উড়– মন’ চলচ্চিত্রের গানের এ্যালবাম। এ এ্যালবামের সব কয়টি গানের সঙ্গীত পরিচালনার পাশাপাশি আবহ সঙ্গীতও করেছেন তিনি। এ চলচ্চিত্রে দুটি গানে কণ্ঠও দিয়েছেন তিনি। আহমেদ চপল তার সঙ্গীত জীবন শুরু করেছিলেন একজন সঙ্গীত শিল্পী হিসেবে। ছোট বেলা থেকে স্বপ্ন ছিল তিনি একজন সঙ্গীত শিল্পী হবেন। পরে সঙ্গীত পরিচালক মেহেদীর কাছে এবং তার নিজের চেষ্টায় তিনি সঙ্গীত পরিচালনা শেখেন। তার সঙ্গীতায়োজনে ২০১০ সালে প্রথম মিশ্র এ্যালবাম আসে ‘প্রার্থনা’ বাজারে। তার সঙ্গীতে ‘হাসিব মিশ্র’ নামে মিশ্র এ্যালবামটিও আলোচিত হয়। বর্তমানে তিনি ব্যস্ত আছেন কয়েকটি মিশ্র ও সলো এ্যালবামের কাজ নিয়ে। পাশাপাশি তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রের গান ও আবহ সঙ্গীত পরিচালনার কাজ করছেন। এ বছর ভালবাসা দিবসে সিডি চয়েসের ব্যানারে এসেছে চপল ফিচারিং মিশ্র এ্যালবাম ‘একে একে দুই’। গান নিয়ে চপল তার স্বপ্নের কথা বলেন। তিনি বলেন, সময় সুযোগ পেলে আমি আমার গানের সলো এ্যালবাম করতে চাই। ভাল কথা ও সুরের কিছু গান করতে চাই।
×