ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে মাদক কারবার বন্ধের দাবিতে ঝাড়ু মিছিল

প্রকাশিত: ০৪:২৪, ১৬ মার্চ ২০১৫

রূপগঞ্জে মাদক  কারবার বন্ধের দাবিতে ঝাড়ু মিছিল

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৫ মার্চ ॥ রূপগঞ্জে মাদক ব্যবসা ও জুয়া খেলা বন্ধের দাবিতে স্থানীয়রা জুতো ও ঝাড়ু মিছিল বের করেছেন। পাশাপাশি মাদক কারবারিদের গ্রেফতারের দাবি জানান। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের পাঁচাইখা গ্রাম থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে পাঁচাইখা মহিলা মাদ্রাসায় এক প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষোভকারীরা। এতে বক্তব্যে রাখেনÑ আলতাফ হোসেন, সহিদুল্লাহ, নুরে আলম, জাহিদুল ইসলাম, ইমান আলী, এনামুল, সুলতানা আক্তার, রেহাতুন নেছা, সহিতুন নেছা, রেখা বেগম, স্মৃতি আক্তার প্রমুখ। বক্তারা বলেন, পাঁচাইখাসহ আশপাশের এলাকায় ইদানীং মাদকের ব্যাপক ছড়াছড়ি। কিশোর থেকে শুরু করে যুবক ও বৃদ্ধরাও মাদকাসক্ত হয়ে পড়ছে। এতে সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। পাঁচাইখা এলাকার মোস্তফা মিয়ার ছেলে ফজর আলী, আফাজ উদ্দিনের ছেলে শাহীন মিয়া ও আরজু মিয়ার ছেলে মামুন মিয়াসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী ফেনসিডিল, বিয়ার, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছে। প্রতিবাদ করলে হামলার শিকার হতে হয়। আর মাদক বৃদ্ধির কারণে এলাকায় চুরি, ছিনতাই, মারপিটসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- ঘটে আসছে। তাই এ সব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
×