ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আ’লীগের ৪ নেতাকর্মী হত্যা

নীলফামারীতে জামায়াত বিএনপির ২০৭ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশীট

প্রকাশিত: ০৪:২৭, ১৬ মার্চ ২০১৫

নীলফামারীতে জামায়াত  বিএনপির ২০৭ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশীট

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারী সদর আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা এবং ৪ আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যার ঘটনায় মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। রবিবার দুপুরে নীলফামারী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নীলফামারী সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান। অভিযোগপত্রে আসামিদের মধ্যে রয়েছে নীলফামারী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবু হেলাল ও সদর উপজেলা জামায়াতের আমির খায়রুল আনামসহ ইউনিয়ন পর্যায়ের জামায়াত বিএনপির ২০৭ জন নেতাকর্মী। মামলার অভিযোগ মতে ২০১৩ সালের ১২ ডিসেম্বর রাতে জেলা সদরের পলাশবাড়ি, লক্ষ্মীচাপ ইউনিয়নের বিভিন্ন এলাকার হাটবাজার ও সংখ্যালঘুদের ঘরবাড়িতে জামায়াত শিবির সহিংসতা চালায়। ঘটনার একদিন পর ১৪ ডিসেম্বর সকালে সংসদ সদস্য ও বর্তমান সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে বিকেলে জেলা শহরে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে টুপামারী ইউনিয়নের রামগঞ্জ হাট এলাকায় তার গাড়িবহরে হামলা চালায় বিএনপি জামায়াত কর্মীরা।
×