ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রাথমিক বিজ্ঞান

প্রকাশিত: ০৬:০৫, ১৬ মার্চ ২০১৫

প্রাথমিক বিজ্ঞান

(পূর্ব প্রকাশের পর) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: ১. বায়ুর চারটি উপাদানের নাম লিখ। উত্তর: বায়ুর চারটি উপাদানের নাম হল: নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইড ও জলীয়বাষ্প। ২. বায়ু কাকে বলে? উত্তর: পৃথিবীর চারদিকে ঘিরে থাকা বর্ণহীন, গন্ধহীন, নিরাকার, গ্যাসসীয় মিশ্র পদার্থকে বায়ু বলে? ৩. বায়ু প্রবাহ কী? উত্তর: বায়ু স্থিরভাবে কোন জায়গায় থাকে না। সর্বদাই একস্থান থেকে অন্যস্থানে প্রবাহিত হয়, একে বায়ু প্রবাহ বলে। ৪.বায়ু দূষণ কাকে বলে? উত্তর: বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে বায়ুদূষণ বলে। ৫. বায়ুতে কার্বন ডাই-অক্সাইডের বৃদ্ধির কারণ কি? উত্তর: কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে বায়ুতে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস বৃদ্ধি পায়। ৬. কোমল পানীয় বোতলের ছিঁপি খুলছে বুদবুদ বের হয় কেন? উত্তর: কোমল পানীয়ের সাথে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস মিশানো হয় তাই বোতলের ছিঁপি খুললে বুদবুদ বের হয়। ৭. কোমল পানীয়ে ঝাঁঝালো স্বাদ পাওয়া যায় কেন? উত্তর: বোতলে কোমল পানীয়ের সাথে উচ্চচাপে কার্বন-ডাই- অক্সাইড গ্যাস মিশানো হয়। এর ফলে পানীয়ে ঝাঁঝালো স্বাদ পাওয়া যায়। ৮. এসিড বৃষ্টি কী? উত্তর: কয়লা পোড়ালে বায়ুতে উৎপন্ন সালফার অক্সাইড বৃষ্টির পানিতে মিশে বৃষ্টির পানিকে এসিডযুক্ত করে। এই এসিডযুক্ত বৃষ্টি হলো এসিড বৃষ্টি। ৯. খাদ্য সংরক্ষণে কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তর: মাছ, মাংস, ফল, চিপস, টিন বা প্যাকেটজাতীয় ইত্যাদি খাদ্য সংরক্ষণে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। ১০. দূষিত বায়ুর ফলে কী কী রোগ হয়? উত্তর: দূর্ষিত বায়ুর কারণে মানবদেহে এলার্জি, কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস, উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা, ফুসফুসে ক্যানসার ইত্যাদি মারাত্মক রোগ হয়। ১১. ইটের ভাটা দূষণের প্রভাব কিভাবে কমানো যায়? উত্তর: ইটের ভাটা লোকালয় থেকে দূরে স্থাপন করে এবং রাসায়নিক চিমনি ব্যবহার করে বায়ু দূষণের প্রভাব কমানো যায়। ১২. কোথায় কোথায় বায়ু আছে? উত্তর: আমাদের চারপাশেই বায়ু আছে। এছাড়া ভূপৃষ্ঠের মাটিকণার ফাঁকে ফাঁকে বায়ু আছে, পানিতেও বায়ু মিশে আছে। এক কথায়, পৃথিবীর সর্বত্রই বায়ু আছে। ১৩.বায়ু প্রবাহিত হলে আমাদের গায়ে লাগলে আমাদের ঠান্ডা লাগে কেন? উত্তর: প্রবাহিত বায়ু তাপকে শোষণ করে তাই আমাদের গায়ে বায়ু প্রবাহ এসে লাগলে আমাদের ঠা-া লাগে। ১৪. পর্বত আরোহীরা সিলিন্ডারে অক্সিজেন নিয়ে যায় কেন? উত্তর: উঁচু পর্বতের চূড়ায় অক্সিজেনের পরিমাণ কম থাকে তাই পর্বত আরোহীরা উঁচু পর্বতে উঠতে গেলে সিলিন্ডারে করে অক্সিজেন নিয়ে যায়। ১৫. ডুবুরিরা যখন কোন কিছু খুঁজতে নদী বা সমুদ্রে যায় তখন সিলিন্ডারে অক্সিজেন নিয়ে যায় কেন? উত্তর: পানির নিচে শ্বাস গ্রহণ করা যায় না, তাই ডুবুরিরা যখন কোন কিছু খুঁজতে নদী বা সমুদ্রে যায় তখন সিলিন্ডারে অক্সিজেন নিয়ে যায়।
×