ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিজেকে ও প্রতিপক্ষকে নিয়ে ওবামার রসিকতা

প্রকাশিত: ০৬:৩৭, ১৭ মার্চ ২০১৫

নিজেকে ও প্রতিপক্ষকে নিয়ে ওবামার রসিকতা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, প্রযুক্তি প্রিয় প্রেসিডেন্ট হিসাবে তার যে পরিচিতি রয়েছে, তার এক সময়ের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন এর ওপর কালোছায়া ফেলেছেন। ওবামার প্রথম মেয়াদের পররাষ্ট্রমন্ত্রী হিলারি এখন সরকারী কাজে ব্যক্তিগত ই-মেইল এ্যাকাউন্ট ব্যবহার করা নিয়ে বেশ বিব্রত অবস্থায় রয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। ওবামা বলেন, ‘লক্ষ্য করলে দেখতে পাবেন ২০০৮ সালের পর থেকে কিভাবে সবকিছু বদলে গেছে। তখন আমি ছিলাম প্রযুক্তিমনা এক ভবিষ্যতমনস্ক তরুণ, আর এখন আমি হলাম গতকালের খবর। অন্যদিকে খবর এসেছে হিলারির বাসায় একটি সার্ভার পাওয়া গেছে। আমি জানি না সেটি তার বাসায় আছে কি না। এদিক থেকে আমি আপনাদের থেকে পিছিয়ে’ তিনি এমন এক সময় নিজেকে তার এক সময়ের প্রতিদ্বন্দ্বীদের নিয়ে এমন কৌতুক করলেন যখন তার ক্ষমতা থেকে বিদায় নেয়ার সময় অনেকটা এগিয়ে এসেছে। শনিবার উইসকনসিনের গ্রিডিরন ক্লাবের বার্ষিক ভোজসভায় এসব কথা বলেন। অনুষ্ঠানে রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী অঙ্গরাজ্য গবর্নর স্কট ওয়াকার এবং ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটিক দলীয় গবর্নর টেরি ম্যাকঅলিফি উপস্থিত ছিলেন। ওবামা নিজেকে এবং সাবেক প্রতিদ্বন্দ্বী হিলারি ও জো বাইডেনকে নিয়ে রসিকতা করেন। জো বাইডেন এখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ওবামা যে আর মাত্র দু’বছর ক্ষমতায় আছেন কথাবার্তায় স্পষ্ট বোঝা যায়। ওবামার আরেক প্রতিদ্বন্দ্বী নিউইয়র্কের সাবেক প্রেসিডেন্ট রুডি জুলিয়ানি সম্প্রতি মন্তব্য করেছিলেন যে ওবামা আমেরিকাকে ‘ভালবাসেন না’। কারণ তার জন্ম যুক্তরাষ্ট্রে নয়। ওবামা বলেন ‘আমি আমেরিকাকে ভালবাসি না, কেনিয়া থেকে আমি এখানে উড়ে আসিনি’। রিপাবলিকান সিনেটর টম কটন সম্প্রতি ইরানের নেতৃবৃন্দকে উদ্দেশ করে লেখা এক খোলা চিঠিতে বলেন যে, ওবামা প্রশাসনের পরমাণু চুক্তি পরবর্তী প্রেসিডেন্ট এসে বাতিল করে দিতে পারেন। ওই চিঠির প্রতি ইঙ্গিত করে ওবামা বলেন, ‘সেলফি তুললে আপনার অফিস ধ্বংস হয়ে যাবে না কিন্তু দুর্বলভাবে বিদেশের কোন চিঠি লেখার মধ্য দিয়ে আপনি সেটা করতে পারেন এবং এটা কোন কৌতুকের বিষয় নয়’ সম্প্রতি ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ওবামা নিজের ছবি নিজে তুলে (সেলফি) সমালোচনার মুখে পড়েছিলেন। সেদিকে ইঙ্গিত করেই তিনি একথা বলেন। অনুষ্ঠানে ওয়াকার ওয়াল স্ট্রিটের ধনী ব্যক্তিদের সঙ্গে সম্পৃক্ততার ধুয়া তুলে হিলারিকে কৌতুক করেন। ওয়াশিংটনের সাংবাদিকরা ১৮৮৫ সালে গ্রিডিরন ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন।
×