ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই মাসে মুরগির দাম বেড়েছে কেজিতে ৫৫ টাকা

প্রকাশিত: ০৬:৪১, ১৭ মার্চ ২০১৫

দুই মাসে মুরগির দাম বেড়েছে কেজিতে ৫৫ টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ হরতাল-অবরোধের ধাক্কা লেগেছে রাজধানীর মুরগির বাজারে। গত দুই মাসে কেজি প্রতি দাম বেড়েছে ৫০-৫৫ টাকা। মুরগির বাচ্চা উৎপাদনকারী, খামার মালিক, পাইকারি ও খুচরা বিক্রেতা আর রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই তথ্য মেলে। তবে, বাজারভেদে প্রতিকেজির দামে ৫ থেকে ১০ টাকা পার্থক্য রয়েছে। অনুসন্ধানে দেখা যায়, রাজধানীতে ব্রয়লার মুরগি সরবরাহ কমে যাওয়াই প্রধান দাম বাড়ার কারণ। মুরগির বাচ্চা উৎপাদনকারীদের সংগঠন বিডার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে রাজধানীতে সরবরাহ খরচ বেড়ে গেছে। ঢাকার আশপাশের এলাকার চেয়ে দূরবর্তী এলাকায় উৎপাদন হয় বেশি। তাই ব্রয়লারের দাম বাড়ছে। এ অবস্থা চলতে থাকলে দাম আরও বাড়তে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন। কাওরান বাজারের খুচরা বিক্রেতা বেলাল হোসেন জানান, রাজনৈতিক অস্থিরতায় রাজধানী থেকে দূরের এলাকা বিশেষ করে যশোর ঝিনাইদহ অঞ্চল বা উত্তরবঙ্গ থেকে মুরগি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এ কারণে ওইসব এলাকায় অনেক খামার বন্ধ হয়ে গেছে। তাই মুরগি সরবরাহ কমে গেছে এবং রাজধানীতে প্রতিদিনই দাম বাড়ছে। এদিকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) মূল্য তালিকা অনুযায়ী প্রতি কেজি ব্রয়লারের বর্তমান বাজার দাম ১৫০-১৬০ টাকা। ১ মাস আগে তা ছিল ১২০-১৩৫ টাকা। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭০-১৭৫ টাকা। সকালে পলাশী বাজারের খুচরা বিক্রেতা আবদুল লতিফ জানান কাপ্তান বাজার থেকে প্রতিকেজি কেনেন ১৪৮ টাকায়; বিক্রি করেন ১৬০ টাকায়। হাতিরপুলের মায়ের দোয়া ব্রয়লার হাউজের মালিক দ্বীন মোহাম্মদ জানান, প্রতি কেজি ব্রয়লার তাদের কেনা পড়ছে ১৫৫-১৬০ টাকা, তারা বিক্রি করছেন ১৭০-১৭৫ টাকা। হরতালের আগে যা বিক্রি করেছেন ১২০-১২৫ টাকা। কারওয়ান বাজারের মা রোকেয়া চিকেন ব্রয়লার হাউজের মালিক মোঃ রাশেদ দেওয়ান বলেন, প্রতিকেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৬০-১৬৫ টাকায়। কারওরান বাজারে পণ্য সরবরাহকারী নরসিংদীর পাইকারি ব্যবসায়ী আকরাম হোসেন জনকণ্ঠকে বলেন, একদিকে রাজনৈতিক অস্থিরতা অন্যদিকে উৎপাদন কম হচ্ছে। তাই বাজারে চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। এখন প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৪৫ টাকা দরে পাইকারি বিক্রি করছেন। এর কারণ হিসেবে তিনি জানান, দুই মাস আগে তাদের উৎপাদন বেশি হওয়ায় ব্যবসায়ীদের লোকসান গুনতে হয়েছে। তখন সর্বনিম্ন ৯৫-৯৬ টাকা প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি করতে বাধ্য হয়েছেন। জানা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি উৎপাদন খরচ পড়ে ন্যূনতম ১০৮ টাকা। রাজধানীর আনন্দ বাজারের দুলাল ব্রয়লার হাউজের টুকু বলেন, ব্রয়লার মুরগি ১৫০ টাকা এবং লেয়ার মুরগি ১৬০ টাকা দরে বিক্রি করছেন তাঁরা। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি কোর্ডিনেশন কমিটির সমন্বয়ক মশিউর রহমান বলেন, রাজনৈতিক অস্থিতিশীল অবস্থার কারণে পণ্য সরবরাহ কিছুটা কমেছে। তবে, পহেলা বৈশাখকে সামনে রেখে মুরগির বাজার একটু বাড়ছে।
×