ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাফল্য ও উন্নয়ন বিষয়ক র‌্যালি

প্রকাশিত: ০৬:৫০, ১৭ মার্চ ২০১৫

সাফল্য ও উন্নয়ন বিষয়ক র‌্যালি

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ১৬ মার্চ ॥ সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয় নিয়ে সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এক আলোচনাসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ইলেক্ট্রনিক্স, প্রিন্টিং মিডিয়ার সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, এনজিও ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ নতুন প্রজন্মের শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন। মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৬ মার্চ ॥ সোমবার বেলা ১১টায় শহরের পার-নওগাঁ যমুনা প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত মেধাবী দুই ছাত্রীকে সংবর্ধনা দেয়া হয়েছে। স্কুল চত্বরে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের পরিচালক মোঃ আব্দুল আজিজ। প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা বাবু শক্তিপদ চৌধুরী। সভায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নাজিয়া পারভীন তামান্না ও আরিফা আক্তার আন্নিকে শুভেচ্ছা জানান প্রধান অতিথি। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১৬ মার্চ ॥ কচুয়ায় সোমবার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে উপজেলার দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপি-৫ প্রাপ্ত ৫০ শিক্ষার্থীকে বিদ্যালয় মাঠে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজ উল্যাহ, প্রাক্তন প্রধান শিক্ষক সিদ্দিকউল্যাহ, মিয়া মোঃ ওয়াহেদ উল্যাহ, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোশারফ হোসেন মজুমদার ও সহ-সভাপতি এম আলমগীর মজুমদার প্রমুখ। সাংবাদিক কর্মশালা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ‘ফেলোশিপ ফর ইয়ুথ উইমেন ইন কমিউনিটি মিডিয়া’ বিষয়ক কর্মশালা হয়েছে। সোমবার শহরের দেওভোগ নিজস্ব মিলনায়তনে এর আয়োজন করে রেডিও বিক্রমপুর। বিএনএনআরসি এবং ফ্রি প্রেস আনলিমিটেডের সহায়তায় এতে ৫ নারী সাংবাদিকসহ স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। কর্মশালায় বেসিক জার্নালিজম, হার্ড নিউজ, নিউজ ও ফিচারের পার্থক্য এবং নারী ও শিশুবিষয়ক সংবাদ লিখন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
×