ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ০৩:৫৭, ১৮ মার্চ ২০১৫

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ১৭ মার্চ ॥ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় মঙ্গলবার দুপুরে পিএসসি ও জেএসসিতে এ+ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে দামুড়হুদা উপজেলা প্রশাসন। উপজেলা চত্বরে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। স্মৃতি ম্যুরাল উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৭ মার্চ ॥ ফরিদপুরের মধুখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন মধুখালী উপজেলা সদরের কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন এলাকায় ম্যুরালটি উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুর রহমান। প্রায় ম্যুরালটির নির্মাণ কাজ বাস্তবায়ন করে ফরিদপুর জেলা পরিষদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম প্রমুখ। কৃষি গবেষণায় এ্যাওয়ার্ড বাকৃবি সংবাদদাতা ॥ কৃষি গবেষণা ব্যবস্থাপনায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অস্ট্রেলিয়ার সম্মানজনক ‘জন ডিলন ফেলোশিপ এ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. লুৎফুল হাসান। সোমবার অস্ট্রেলিয়ার ক্যানবেরায় পার্লামেন্ট হাউসে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে সম্মানজনক এই পুরস্কার তুলেদেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ। শীতাতপ লাইব্রেরী স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে শীতাতপ নিয়ন্ত্রিত প্রথম লাইব্রেরী উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে এর ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল। জেলা প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় ‘কালেক্টরেট শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরী’ লাইব্রেরীটিতে কয়েক হাজার দেশী-বিদেশী গুরুত্বপূর্ণ বই স্থান পেয়েছে।
×