ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবুল মনসুর আহমদের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৬:০০, ১৮ মার্চ ২০১৫

আবুল মনসুর আহমদের মৃত্যুবার্ষিকী আজ

আজ ১৮ মার্চ উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ৩৬তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সাহিত্য কাগজ কালের ধ্বনি আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে একটি আলোচনা সভার আয়োজন করেছে। কালের ধ্বনি আবুল মনসুর আহমদের জীবন ও কর্ম বিষয়ক ৭৩টি নতুন লেখাসহ ৫৮১ পৃষ্ঠার একটি বিশেষ সংখ্যা এ বছর একুশে বইমেলায় প্রকাশ করে। আজ বিকেল ৫টায় অনুষ্ঠানে বিশেষ সংখ্যাটির মোড়ক উন্মোচন করা হবে জাতীয় চিত্রশালা অডিটরিয়ামে। উক্ত সভায় সভাপতিত্ব করবেন প্রফেসর এমেরিটাস আনিসুজ্জামান। প্রফেসর এমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী, ড. রফিকুল ইসলাম, আহমেদ রফিক, আসাদ চৌধুরী, সৈয়দ আবুল মকসুদ, ড. মিজানুর রহমান, গোলাম কুদ্দুস ও মাহফুজ আনাম উক্ত সভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। আলোচনা সভা শেষে আবুল মনসুর আহমদের গল্প অবলম্বনে ‘গালিভারের সফরনামা’ নামে ভিশন থিয়েটার প্রযোজিত একটি নাটক পরিবেশিত হবে। -বিজ্ঞপ্তি
×