ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকদের নিয়ে চিন্তিত ওয়াটসন

প্রকাশিত: ০৬:২৩, ১৮ মার্চ ২০১৫

পাকদের নিয়ে চিন্তিত ওয়াটসন

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান এমন একটি দল যাদের সম্পর্কে আগেভাগে আভাস দেয়া প্রায় অসম্ভব। এবার বিশ্বকাপেও সেটাই করে দেখাল তারা। এমনিতেও শুরু থেকে পাকিস্তানকে ফেবারিটের তালিকায় রাখা হয়নি। তারপর আবার টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল পাকদের নিয়ে। কিন্তু এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চার ম্যাচ জিতে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। পাকদের এবার প্রতিপক্ষ অন্যতম হটফেবারিট আয়োজক অস্ট্রেলিয়া। দলের অলরাউন্ডার শেন ওয়াটসন পাকিস্তান দলের এমন নৈপুণ্যকে ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেছেন। আর সে কারণেই কোয়ার্টার ফাইনালে তাদের বিরুদ্ধে লড়াই নিয়ে বেশ চিন্তিত এ অলরাউন্ডার। পাকরা প্রথম দুই ম্যাচে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে খুব বাজেভাবে হেরে যেভাবে শুরু করেছিল এবার বিশ্বকাপ তাতে সকলে ধরেই নিয়েছিলেন এ দলটি খুব বেশিদূর যাওয়ার সামর্থ্য রাখে না। কিন্তু সেটাকে ভুল প্রমাণ করতে সময় লাগেনি। টানা চার ম্যাচ জিতে আবারও নিজেদের শক্তির জানান দিয়েছে পাকরা প্রতিপক্ষদের। সে কারণেই কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে নিয়ে চিন্তা করছেন ওয়াটসন। তিনি বলেন, ‘তারা অবিশ্বাস্য ক্রিকেট উপহার দিতে পারে। অনেক সময় তাদের বিরুদ্ধে খেলে আমি সেটাই দেখেছি। আবার তারা আত্মধ্বংসীও হয় মাঝে মাঝে। আর এসব কারণেই পাকিস্তান খুবই ভয়ঙ্কর প্রতিপক্ষ। কোয়ার্টার ফাইনালের মতো নকআউট ম্যাচগুলোয় তারা সে কারণেই যে কারও জন্য ভয়ানক। যখনই এই পাকিস্তান দল নিজেদের মেলে ধরতে পারে তখনই ছন্দটা দেখিয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে। যে কোন দলকেই নিমিষে অগ্রযাত্রা রুখে দিতে পারে দলটি।’ বিশ্বকাপ স্কোয়াডে অস্ট্রেলিয়া দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার ৩৩ বছর বয়সী ওয়াটসন। তিনি আশার করছেন স্বাগতিক সমর্থকদের উৎসাহে অস্ট্রেলিয়া বিদায় দিতে পারবে পাকিস্তানকে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা জানি এটা ভয়াবহ একটি পর্যায়। আর পাকিস্তানের মতো দল অবশ্যই আরও চিন্তার বিষয়। অতীতে তাদের বিরুদ্ধে খেলে দেখেছি মুহূর্তেই তারা জ্বলে উঠে নিজেদের পক্ষে নিয়ে যায় ম্যাচের ভাগ্য। আমরা জানি আমাদের সর্বোচ্চ সেরাটা দিয়েই খেলতে হবে এবং তাদের কোন সুযোগ দেয়া যাবে না জ্বলে ওঠার।’ ওয়াটসন প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ০ ও ২৩ করার পর দল থেকে ছিটকে পড়েন। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফিরে ৬৭ রানের একটি ইনিংস উপহার দেন। যদিও নিজের তিন নম্বর পজিশন হারিয়ে এখন ৫ অথবা ৬ নম্বরে নামতে হচ্ছে। এ বিষয়ে ওয়াটসন বলেন, ‘আমি যদি খেলি, মনে হয় মিডল-অর্ডারেই থাকব। মনে হচ্ছে সর্বশেষ কয়েক ম্যাচে সে কারণে আমার দায়িত্বে কিছুটা পরিবর্তন এসেছে যা বেশ ভালই লাগছে। তবে আফগানিস্তানের বিরুদ্ধে বাদ পড়ার পর আমি এ টুর্নামেন্টে আর খেলতে পারব সেটা ভাবিনি। আমি ভাগ্যবান যে শ্রীলঙ্কার বিরুদ্ধে সুযোগ পেয়েছিলাম।’
×