ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্র্যাক ব্যাংকের আয় কমেছে

প্রকাশিত: ০৬:২৭, ১৮ মার্চ ২০১৫

ব্র্যাক ব্যাংকের আয় কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও সম্পদ মূল্য (এনএভি) দুটিই কমেছে। সমাপ্ত বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় কমেছে ২ দশমিক ১৯ শতাংশ। আর ব্যাংকটির সম্পদ মূল্য কমেছে প্রায় ৭ দশমিক ৬৬ শতাংশ। সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করলে এ তথ্য পাওয়া যায়। কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচিত বছরে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। এছাড়া শেয়ারপ্রতি আয় করেছে ৩ টাকা ১৩ পয়সা। আর নেট এ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ২৭ টাকা ১৩ পয়সা। জিএসপির বোনাস বিওতে জমা আজ অর্থনৈতিক রিপোর্টার ॥ জিএসপি ফাইন্যান্সের বোনাস শেয়ার আজ বুধবার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে জমা হবে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এই কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ৫৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।
×