ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আধিপত্য নিয়ে বিরোধ

ঈশ্বরদীতে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা, আহত ৪

প্রকাশিত: ০৫:৪৫, ১৯ মার্চ ২০১৫

ঈশ্বরদীতে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা, আহত ৪

স্টাফ রিপোর্টার ॥ মুলাডুলি স্টেশনের নিকটস্থ সন্ধ্যাপুকুরে অনুষ্ঠিত এক দিনের মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেলা পরিচালনা কমিটির সদস্য ছাত্রলীগ নেতা বাধন খন্দকারকে (২২) গুলি করে হত্যা ও চারজনকে আহত করা হয়েছে। বুধবার দুপুরে একটার দিকে মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠুসমর্থিত একদল সশস্ত্র ছাত্রলীগ ও যুবলীগ নেতারা এ ঘটনা ঘটায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউনিয়ন যুবলীগের সভাপতি খন্দকার মিলনের ভাগ্নে ও বাবুল খন্দকারের ছেলে ছাত্রলীগ নেতা বাধন খন্দকার মেলা পরিচালনার দায়িত্বে ছিল। এ বিষয়টি মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠুসমর্থিত ছাত্রলীগ ও যুবলীগ নেতারা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। এক পর্যায়ে ২০/২৫ সদস্যের একদল সশস্ত্র ছাত্রলীগ ও যুবলীগ নেতারা মেলার মাঠে উপস্থিত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্-বিত-ার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় বাধনকে গুলি করে হত্যা করা হয়। একই সঙ্গে লোহার পাইপ ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করা হয় মুলাডুলি কৃষকলীগের সভাপতি আমিন ও যুবদলের আইন বিষয়ক সম্পাদক বাদলসহ চারজনকে। মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠু বলেন, মেলায় জুয়াখেলা বন্ধ করার জন্য আওয়ামী লীগ নেতা সচীন আবেদন করায় আমি ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাই।
×