ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুই অধিনায়ক যা ভাবছেন

প্রকাশিত: ০৫:৫২, ১৯ মার্চ ২০১৫

দুই অধিনায়ক যা ভাবছেন

জিএম. মোস্তফা ॥ বহুল প্রতিক্ষিত সেই দিন আজ। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালের টিকেট কাটতে মাঠে নামছে বাংলাদেশ। মেলবোর্নের লড়াইয়ের আগে রোমাঞ্চিত বাংলাদেশ। কারণ কোয়ার্টার ফাইনালে যে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। একাদশতম বিশ্বকাপের ‘এ’ গ্রুপের চতুর্থ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে মাশরাফি বিন মর্তুজার দল। ছয় ম্যাচের তিনটিতে জয় আর দুটিতে হারা বাংলাদেশের একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। যেখানে ভারতের টানা ছয়ে ছয়। তাই ভারত শুধু বাংলাদেশ নয় যে কোন দলের জন্যই রীতিমতো হুমকির নাম! তা মানছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। কারণ এই দলটিতেই যে রয়েছেন মহেন্দ্র সিং ধোনির মতো চমৎকার একজন অধিনায়ক। যিনি গত কয়েক অর্ধযুগেরও বেশি সময় ধরে ভারতের প্রতিনিধিত্ব করছেন দারুণভাবে। এ বিষয়ে মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘অধিনায়ক হিসেবে ধোনি দুর্দান্ত। একদিনের ব্যাটসম্যান হিসেবে গত পাঁচ-ছয় বছর ধরে তার পক্ষে সম্ভব সবকিছুই করেছেন ভারতের জন্য। মোটকথা সে একজন প্রকৃত ব্যাটসম্যান।’ গ্রুপ পর্বের ছয় ম্যাচের চারটিতে ব্যাট করার সুযোগ পেয়েছেন ধোনি। তার ব্যাট থেকে এসেছে ১৬৬ রান। আর দুই ম্যাচেই অপরাজিত থেকে দলকে জয়ের স্বাদ উপহার দিয়ে মাঠ ছেড়েছেন তিনি। তাই ম্যাচ উইনারের ভূমিকায় ধোনির চেয়ে পারদর্শী কাউকে খোঁজে পাওয়া ভার। শুধু অধিনায়ক ধোনিই নন। এবারের বিশ্বকাপে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন শিখর ধাওয়ান-বিরাট কোহলিরাও। এখন পর্যন্ত ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের তালিকায় আছেন উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান। গ্রুপ পর্ব শেষে তার সংগ্রহে ৩৩৭ রান। সর্বোপরি তার স্থান সপ্তম। ব্যাটিংয়ে আলো ছড়িয়েছেন তরুণ প্রতিভাবান ক্রিকেটার বিরাট কোহলিও। ভারতের ব্যাটিং লাইন যে এবার আগের চেয়েও বেশি শক্তিশালী তার প্রমাণ দিয়েছে সুরেশ রায়নার ব্যাটও। এবারই যিনি দুর্দান্ত এক সেঞ্চুরি করে নিজের জাত চিনালেন রায়না। তাই মাশরাফি ধোনি-কোহলিকে প্রশংসার পাশিপাশি সতীর্থদের সতর্ক করে দিয়েছেন যে, প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ অনেক বেশি শক্তিশালী। এ বিষয়ে মর্তুজার অভিমত হলো, ‘ধোনি একজন খাঁটি ম্যাচ উইনার। তার সঙ্গে আছে বিরাট কোহলিও। সর্বোপরি আমি মনে করি ভারতীয় ক্রিকেটের ব্যাটিং লাইনআপ বিশ্বসেরা। যে কারণেই আমাদের জন্য এই ম্যাচটা চ্যালেঞ্জিং।’ তবে চ্যালেঞ্জ মোকাবেলায় আত্মবিশ্বাসী মর্তুজা। আত্মবিশ্বাসের জ্বালানি নিচ্ছেন গ্রুপ পর্বের ম্যাচ থেকেও। তবে ফ্ল্যাট উইকেট হওয়ার কারণে মেলবোর্নের ম্যাচ হাইস্কোরিং হবে বলেই মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক। যে কারণেই বিশ্ব ক্রিকেটের শক্তিশালী ব্যাটসম্যানদের ঘায়েল করতে হলে সতর্ক থাকতে হবে বাংলাদেশের বোলারদের। সেইসঙ্গে ব্যাটসম্যানদের জানিয়ে দিয়েছেন খেলাটা হবে ঠিক ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে যেভাবে পারফর্মেন্স করেছি আমরা। এ বিষয়ে মাশরাফি মর্তুজার অভিমত, ‘ব্যাটিং উইকেটের কারণে কোয়ার্টার ফাইনালের ম্যাচটা হাইস্কোরিং হবে। তবে এটা নিশ্চিত যে আমাদের সেরাটা দিয়েই বল করতে হবে। ভারতের ব্যাটসম্যানরা এবার অনেক ভাল খেলছে। যে কারণে তাদের বিপক্ষে বল করাটা কঠিন হয়ে যাবে। তবে আমি মনে করি আমাদের উচিত হবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে যেভাবে খেলেছি ঠিক সেভাবেই পারফর্মেন্স করা।’ তাহলে ধোনির ভাবনায় কী? স্বাভাবিকভাবেই চাপের মধ্যে আছেন ভারতীয় অধিনায়ক। গত বিশ্বকাপে দুর্দান্ত খেলেই দীর্ঘ ২৮ বছর পর ভারতকে শিরোপা উপহার দেন ধোনি। আর সেই চাপ এবার কোয়ার্টার ফাইনালেই। এ বিষয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘গত বিশ্বকাপে নিজেদের মাটিতে আমরা যেমন চাপে ছিলাম এবারও ঠিক সে রকম চাপই অনুভব করছি।’ তবে ধোনির মতে, তার সতীর্থরা এমন চাপ সামলাতে অভ্যস্ত। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের জন্য এটা খুব ভাল দিক যে, ছেলেরা সবাই চাপ সামলাতে অভ্যস্ত।’
×