ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাসওয়ার্ড থাকছে না

প্রকাশিত: ০৬:২৭, ১৯ মার্চ ২০১৫

পাসওয়ার্ড থাকছে না

এ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াতে জটিল পাসওয়ার্ড থেকে মুক্তি পাচ্ছেন ইয়াহু মেইল ব্যবহারকারীরা। পাসওয়ার্ড মনে রাখতে হবে না, হাতের কাছে মোবাইল ফোন রাখলেই হবে। নতুন এই ব্যবস্থায় এ্যাকাউন্টে এ্যাকসেস করতে গেলে ব্যবহারকারীর মোবাইল ফোনে একটি বিশেষ কোড পাঠানো হবে। শুধু ওই এ্যাকাউন্টের জন্যই পাঠানো বিশেষ ওই কোড দিয়ে লগইন করা যাবে। - ওয়েবসাইট এ্যাপলের অনলাইন টিভি এবার ২৫টি চ্যানেলের মাধ্যমে অনলাইন টিভি চালু করতে যাচ্ছে এ্যাপল। মূল দায়িত্বে থাকবে এবিসি, সিবিএস ও ফক্সের মতো ব্রডকাস্টার। আইফোন, আইপ্যাড ও এ্যাপল টিভি সেটটপ বক্সের মতো আইওএস অপারেটিং সিস্টেমে চালিত ডিভাইসে এটি ব্যবহার করা যাবে। প্রতি মাসে চার্জ হতে পারে ৩০-৪০ ডলার। এ ব্যাপারে ঘোষণা আসতে পারে জুলাইতে এবং সেবাটি চালু হতে পারে আগামী সেপ্টেম্বরে। -ওয়াল স্ট্রিট জার্নাল
×