ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেয়ার ছাড়বে বার্জারের সহযোগী প্রতিষ্ঠান

প্রকাশিত: ০৬:২৯, ১৯ মার্চ ২০১৫

শেয়ার ছাড়বে বার্জারের সহযোগী প্রতিষ্ঠান

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান জেনসন এ্যান্ড নিকলসন (বাংলাদেশ) লিমিটেড শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এই কোম্পানি পুঁজিবাজারে ৫ লাখ শেয়ার ইস্যু করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। গত সোমবার বার্জার পেইন্টসের পরিচালনা পর্ষদের সভায় এই শেয়ার ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে, প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই হিসেবে কোম্পানিটি বাজার থেকে ৫ কোটি টাকা সংগ্রহ করবে। সূত্র জানায়, বার্জার পেইন্টসের সম্পূর্ণ মালিকানা রয়েছে জেনসন এ্যান্ড নিকলসন কোম্পানিতে। উল্লেখ্য, বার্জার পেইন্টস ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। শাহজালাল ব্যাংকের সভা রবিবার অর্থনৈতিক রিপোর্টার ॥ পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক। ঘোষণা অনুযায়ী রবিবার অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, শাহজালাল ইসলামী ব্যাংকের বোর্ডসভা আগামী রবিবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা, বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, আগের বছর বিনিয়োগকারীদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল শাহজালাল ইসলামী ব্যাংক।
×