ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমতলীতে যুগল মূর্তি উদ্ধার ॥ গ্রেফতার ৩

প্রকাশিত: ০৬:৪৫, ১৯ মার্চ ২০১৫

আমতলীতে যুগল মূর্তি উদ্ধার ॥ গ্রেফতার ৩

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৮ মার্চ ॥ মঙ্গলবার রাতে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে পাথরের যুগল মূর্তি উদ্ধার করেছে পটুয়াখালী র‌্যাব-৮ সদস্যরা। এ সময় জামাল হাওলাদার (৩৮), হানিফ সরদার (৬৫) ও রিপন হাওলাদার নামের তিন প্রতারককে আটক করা হয়েছে। জানা গেছে, ওই রাত ৯টায় র‌্যাব অর্ধকোটি টাকা মূল্যের ৮ কেজি ওজনের পাথরের যুগল মূর্তি উদ্ধার করে। এ সময় ওই তিনজনকে আটক করা হয়েছে। ওই রাতে র‌্যাব সদস্যরা মূর্তিসহ তিন প্রতারককে আমতলী থানায় সোপর্দ করেছে। বুধবার দুপুরে পুলিশ তিনজনকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে। সাংবাদিক শাহিনকে হত্যা চেষ্টাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে লালমনিরহাটে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৮ মার্চ ॥ জনকণ্ঠ সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহিনকে গত ৬ মার্চ জবাই করে হত্যা চেষ্টাকারী দুর্বৃত্তরা এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদের রহস্যজনক কারণে আটক করছে না। দুর্বৃত্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলায় কর্মরত সাংবাদিকরা বুধবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শহরের মিশনমোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। এ মানববন্ধন কর্মসূচীতে বক্তৃতা করেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল প্রমুখ।
×