ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেষের কবিতার লাবণ্য হলেন নাদিয়া

প্রকাশিত: ০৬:৫৯, ১৯ মার্চ ২০১৫

শেষের কবিতার লাবণ্য হলেন নাদিয়া

স্টাফ রিপোর্টার ॥ রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস ‘শেষের কবিতা’র ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘লাবণ্য’। ‘শেষের কবিতা’র নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন বড়ুয়া প্রণোজিৎ ইমন। টেলিফিল্মে লাবণ্যের ভূমিকায় অভিনয় করেছেন লাক্স তারকা নাদিয়া আফরিন। অমিত চরিত্রে নাঈম এবং শোভন চরিত্রে অভিনয় করেছেন ওয়াসেক। এরই মধ্যে টেলিফিল্মটির শূটিং সম্পন্ন হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে নাদিয়া আফরিন বলেন, নাঈম ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে কোন টেলিফিল্মের আমার প্রথম কাজ। নিজেকে যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। অভিনয়ে আমি একেবারেই নতুন। সেক্ষেত্রে নাঈম ভাইয়া এবং পরিচালক ইমন দাদা আমাকে খুব সহযোগিতা করেছেন। আশা করি টেলিফিল্মটি দর্শকের ভাললাগবে। এতে অভিনয় প্রসঙ্গে নাঈম বলেন, ‘বহুবার রবি ঠাকুরের শেষের কবিতা উপন্যাসটি আমি পড়েছি। স্বপ্ন ছিল অমিত চরিত্রটিতে কাজ করার। ইমন দাদা আমাকে সে স্বপ্ন পূরণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাতে সত্যিই আমি মুগ্ধ। আমি চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। জানি না কতটুকু পেরেছি। তবে দর্শক যেন ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। পরিচালক বড়ুয়া প্রণোজিৎ ইমন জানান আগামীকাল শুক্রবার দুপুরের খবরের পর টেলিফিল্মটি চ্যানেল আইতে প্রচার হবে। এদিকে নাদিয়া আফরিন প্রথমবারের মতো ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। গোলাম মুক্তাদীর শান পরিচালিত মাছরাঙা টিভিতে প্রচারিত ‘অপূর্বা’ ধারাবাহিক নাটকে তিনি অভিনয় করছেন। এছাড়া ইউনিলিভারের ব্যানারে মনোয়ার কবিরের নির্দেশনায় কাহিনীচিত্র ‘সুরভীর রূপকথা’য় সুরভী চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রচারের অপেক্ষায় আছে দিতি নিদের্শিত তার অভিনীত নাটক ‘ভালবাসা হয়ে যায়’। অভিনয়ে নাদিয়া আফরিনের অভিষেক ঘটে তারিক মুহাম্মদ হাসান পরিচালিত ‘সেøা পয়জন’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে।
×