ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চলচ্চিত্রের গানে ব্যস্ত পুলক

প্রকাশিত: ০৭:০০, ১৯ মার্চ ২০১৫

চলচ্চিত্রের গানে ব্যস্ত পুলক

স্টাফ রিপোর্টার ॥ এ প্রজন্মের শিল্পীদের মধ্যে যে কয়জন তরুণ শিল্পী ব্যস্ত সময় পার করছেন তাদের মধ্যে অন্যতম পুলক। সাম্প্রতিক চলচ্চিত্র ও অডিও দু’ মাধ্যমেই সমানতালে ব্যস্ত সময় পার করছেন পুলক। পুলক এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক চলচ্চিত্রে গান করেছেন। চলচ্চিত্রে গাওয়া অনেক গান তার শ্রোতাপ্রিয় হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য মাওলা, কেন অন্তরে প্রেম দিয়া, বিধাতা জানে, হ্যামিলনের বাঁশিওয়ালা, আইতে দেখি যাইতে দেখি প্রমুখ। পাশাপাশি স্টেজ শো নিয়েও তার ব্যস্ততা রয়েছে। পুলকের প্রথম সলো এ্যালবাম ‘যাযাবর পুলক’ ২০১১ সালে লেজার ভিশনের ব্যানারে বাজারে আসে। এছাড়া তার অনেক মিশ্র এ্যালবাম বাজারে আছে। ইতোমধ্যে পুলক তার দ্বিতীয় সলো এ্যালবামের কাজ শুরু করেছেন। এ এ্যালবামে মোট গান থাকছে আটটি। এ্যালবামে গান লিখেছেন শওকত আলী ইমন এবং পুলক। গানগুলো সঙ্গীত পরিচালনা করবেন শওকত আলী ইমন, বাপ্পা মজুমদার ও আহমেদ চপল। পুলক এ্যালবাম প্রসঙ্গে বলেন, গানগুলো অনেক যতœ সহকারে করার চেষ্টা করছি। আশা করছি, এ্যালবামের গানগুলো সবার ভাল লাগবে। পুলক ২০০৬ সালে ক্লোজওয়ান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেরা দশে ছিলেন।নিজের সঙ্গীত ক্যারিয়ার প্রসঙ্গে পুলক বলেন, আমি সুফিয়ানা ও রকের মিশ্রণে একটি আলাদা ঘরনার গান গাইতে পছন্দ করি। আমি চাই আমার একটা ভিন্ন ঘরনা তৈরি হোক।
×