ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে জনকণ্ঠ সাংবাদিককে হত্যার হুমকি

প্রকাশিত: ০৪:৩৭, ২০ মার্চ ২০১৫

পিরোজপুরে জনকণ্ঠ সাংবাদিককে হত্যার হুমকি

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১৯ মার্চ ॥ জনকণ্ঠের সাংবাদিক ও পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি শফিউল হক মিঠুকে চিহ্নিত সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়েছে। এ ঘটনার পর মিঠু চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা ২টি মোটরসাইকেলে এসে জেলা পরিষদ মার্কেটের সামনে রিক্সার গতিরোধ করে হুমকি দিয়ে বলেÑ ‘শহরে ফের তোকে পেলে খুন করা হবে, তোর আওয়ামী লীগও তোকে ঠেকাতে পারবে না। শহরে ঘোরাঘুরি করবি না, সংবাদ পাঠাবি না।’ এ ব্যাপারে সদর থানায় জিডি করা হয়েছে। এর আগে গত বুধবার রাতেও প্রেস ক্লাবে গিয়ে সন্ত্রাসীরা মিঠুকে হত্যা করা হবে বলে প্রেসক্লাব পিয়নকে হুমকি দিয়ে আসে। এ ঘটনায় সাংবাদিকরাও শঙ্কিত হয়ে পড়েছেন। না’গঞ্জে নির্মাণাধীন ভবনের হাউজে পড়ে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বৃহস্পতিবার বিকেলে বন্দর উপজেলার একরামপুরে নির্মাণাধীন ভবনের রিজার্ভ হাউজের পানিতে ডুবে মার্জান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি নানার বাসায় বেড়াতে এসেছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দরের একরামপুর এলাকার খোকন মোল্লার বাড়ির ভাড়াটিয়া হোসিয়ারি শ্রমিক মামুন মিয়ার ছেলে মার্জান (৩) সকালে একই এলাকার সিরাজ মিয়ার বাড়ি ভাড়াটিয়া নানা আলমাছ বয়াতীর বাসায় বেড়াতে আসে। বিকেলে বাড়ির পাশের বিলল্লাল হোসেনের নির্মাণাধীন ভবনের পানির খোলা পানির হাউজে পড়ে শিশুটি মারা যায়। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। ভূমিহীনদের বিক্ষোভ মিছিল স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ভূমিহীনদের মাঝে খাসজমি বিতরণ ও ভূমিদস্যু কর্তৃক জীবননাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে কুড়িগ্রাম ঘোগাদহ ইউনিয়ন ভূমিহীন সমিতি। বৃহস্পতিবার শহরের এলজিইডি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে কলেজমোড়ে পথসভা করে। ভূমিহীন নেতা তমিজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি রোবেল আলম ম-ল, জাতীয় কৃষক সমিতির জেলা সেক্রেটারি নজির হোসেন। কচুয়ায় ডিজিটাল মেলা শুরু স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ কচুয়ায় ডিজিটাল মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি এ মেলার উদ্বোধন করেন। কচুয়া উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান, ভাইস-চেয়ারম্যান হাজরা ওবায়েদুর রেজা সেলিম, নাজমা সরোয়ার প্রমুখ। সৈয়দপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রেলওয়ের জমিতে গড়ে ওঠা নীলফামারীর সৈয়দপুর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান চলবে শুক্রবার পর্যন্ত। গত দুই দিনে উচ্ছেদ করা হয় প্রায় ৩ শতাধিক অবৈধ স্থাপনা। এদিকে উচ্ছেদ অভিযান ঘিরে সৈয়দপুর শহরে উত্তেজনা বিরাজ করছে। রেল সূত্রমতে, উচ্ছেদ অভিযান বিঘিœত করতে বহিরাগত কিছু সন্ত্রাসী উচ্ছেদকারী দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আহত এএসআই আবদুল আজিজকে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট সরকারী হাসপাতাল ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ড্যান্টকে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন পাকশী রেল বিভাগের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) মোস্তাক আহমেদ। মধুবাগ স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ জিনিয়াস ইসলামিক স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি ঢাকার মগবাজারের মধুবাগ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জিনিয়াস ইসলামিক স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-এ কে এম বরকত উল্লাহ ও বিশেষ অতিথি ড. সায়েম আহমেদ এবং কৃষিবিদ খন্দকার এ কে এম জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে মেধা তালিকা ও বিভিন্ন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে অতিথিগণ পুরস্কার বিতরণ করেন।-বিজ্ঞপ্তি।
×