ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইংলাককে বিচারের সম্মুখীন হওয়ার নির্দেশ

প্রকাশিত: ০৬:২৪, ২০ মার্চ ২০১৫

ইংলাককে বিচারের সম্মুখীন হওয়ার নির্দেশ

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনওয়াত্রাকে বৃহস্পতিবার চাল ভর্তুকি প্রকল্পে অবহেলার অভিযোগে বিচারের সম্মুখীন হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ মামলায় দোষী সাব্যস্ত হলে তার এক দশকের জন্য কারাদণ্ড হতে পারে। খবর এএফপির। থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং পলাতক সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনওয়াত্রার বোন ইংলাকের বিরুদ্ধে বিচার শুরু করার সিদ্ধান্তে তার পরিবারের রাজনৈতিক প্রভাবের অবসান ঘটতে পারে। সিনওয়াত্রা পরিবারের সদস্যরা বা তাদের মিত্র রাজনৈতিক দলগুলো ২০০১ থেকে থাইল্যান্ডের প্রতিটি নির্বাচনে জয়লাভ করে এসেছে। ব্যাংককের সুপ্রীম কোর্টের বিচারক নীরাফোল তাংসুযান বলেছেন, বিচারকদের প্যানেল সিদ্ধান্ত নিয়েছে যে, মামলাটি আমাদের আওতায় পড়ে। আমরা তাই গ্রহণ করেছি মামলাটি। তিনি বলেন, প্রথম শুনানী অনুষ্ঠিত হবে ১৯ মে। থাইল্যান্ডের এ্যাটর্নি জেনারেল ইংলাকের বিরুদ্ধে অর্থনৈতিকভাবে বিপর্যয়কর চাল প্রকল্প সম্পৃক্ত কাজে অবহেলার জন্য ফেব্রুয়ারিতে অভিযোগ দায়ের করেন। পরকীয়ায় উৎসাহ দেয়ায়... ফ্রান্সে বিবাহিত মহিলাদের পরকীয়া প্রেমে উৎসাহিত করার অভিযোগে একটি ডেটিং ওয়েবসাইটের বিরুদ্ধে মামলা করেছে ক্যাথলিকদের কয়েকটি সংগঠন। তবে ‘গ্লিডেন’ নামের সাইটটি বলছে, তারা কাউকে ‘অবিশ্বস্ত’ হতে জবরদস্তি করছে না। ডেটিং ওয়েবসাইটটির আশি শতাংশ গ্রাহকই হচ্ছে বিবাহিত। ফ্রান্সের সিভিল আইনে বলা হয়েছে বিয়ের পর স্বামী-স্ত্রীকে পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। - বিবিসি অনলাইন সেলফ ড্রাইভিং সফটওয়্যার! রক্ত-মাংসের মানুষের নিজ গাড়ি চালানোর দিন ফুরিয়ে আসছে বলে জানিয়েছেন মার্র্কিন নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলোন মাস্ক। তার মতে সেন্সর ও সফটওয়্যার প্রযুক্তির উন্নয়নের ফলে গাড়ির কম্পিউটার ড্রাইভারের চাইতে ভাল ও নিরাপদ চালক হয়ে উঠবে। তবে মাস্কের মতে, সেলফ ড্রাইভিং গাড়ির সফটওয়্যার ও হার্ডওয়্যারকে নীতি-নির্ধারকদের চাহিদা অনুযায়ী নির্ভরযোগ্য করে তোলাই সবচেয়ে বড় বিষয়।-ওয়েবসাইট
×