ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবরোধে নাশকতার কথা জানানো হলো মার্কিন কংগ্রেস নেতাকে

প্রকাশিত: ০৭:১৪, ২০ মার্চ ২০১৫

অবরোধে নাশকতার কথা জানানো হলো মার্কিন কংগ্রেস নেতাকে

বিডিনিউজ ॥ যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা কংগ্রেসম্যান কেভিন ম্যাককাগ্রি সঙ্গে সাক্ষাত করে হরতাল-অবরোধে নাশকতার তথ্য জানিয়েছেন রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। বুধবার ক্যাপিটল হিলের অফিসে ম্যাককার্থির সঙ্গে সাক্ষাত করেন রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন। বৈঠকে আলোচনায় জিয়াউদ্দিন বলেন, “দশম সংসদ নির্বাচনের এক বছর পূর্তিতে বিএনপি ও তাদের মিত্র জামায়াতে ইসলামী লাগাতার অবরোধ-হরতাল ডেকে সন্ত্রাসী কর্মকাণ্ড, বোমা বিস্ফোরণ, যানবাহনে আগুন দেয়ার মাধ্যমে নির্বিচারে নিরাপরাধ মানুষ হত্যা করে যাচ্ছে। সাধারণ মানুষ বিএনপি ও এর মিত্রদের ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচীতে সাড়া দেয়নি।” গত আড়াই মাস ধরে বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধ চলছে। অবরোধের মধ্যে হরতালেরও আহ্বান রাখছে তারা। এই কর্মসূচীতে হাতবোমা বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা নিক্ষেপে অগ্নিদগ্ধ হয়ে ১২৫ জনের মৃত্যু হয়েছে। হাজারের বেশি যানবাহন পুড়িয়ে দেয়া হয়েছে। কেভিন ম্যাককার্থি বাংলাদেশী পণ্যের জিএসপি সুবিধা ফিরিয়ে দেয়া নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করারও আশ্বাস দেন। বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর তৌফিক হাসান ও কেভিন ম্যাককার্থির জ্যেষ্ঠ উপদেষ্টা এমিলি এইচ মুরে বৈঠকে উপস্থিত ছিলেন।
×