ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে জাল সনদপত্র ব্যবসা রমরমা

প্রকাশিত: ০৫:১০, ২১ মার্চ ২০১৫

দিনাজপুরে জাল সনদপত্র ব্যবসা রমরমা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ শহরে দেদারসে চলছে জাল সার্টিফিকেটের ব্যবসা। শহরের বেশ কিছু ডিজাইনের দোকানগুলোতে এসব জাল সার্টিফিকেটের ব্যবসা করলেও আইনশৃঙ্খলা বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর নেই কোন জাল সার্টিফিকেটের বিরুদ্ধে অভিযান। দিনাজপুর শহরে অনুসন্ধান করে এসব তথ্য জানা গেছে। অনুসন্ধানে আরও জানা গেছে, দিনাজপুর শহরের বেশ কিছু নামী-দামী ডিজাইনের দোকান এসব জাল সার্টিফিকেটের ব্যবসা করছে। জাল সার্টিফিকেটের মধ্যে এসএসসি, এইচএসসি এবং আরও উচ্চতর ডিগ্রীর সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্রের জালসহ আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদের কর্মকর্তাদের আইডি কার্ড ও পরিচয়পত্র জাল করা হচ্ছে এসব দোকানে। এসব দেখা ও জানার পরও আইনশৃঙ্খলা বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। বছর খানিক আগে দিনাজপুর শহরের কিছু দোকানে জাল সার্টিফিকেট তৈরির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালেও বর্তমানে কোন অভিযান লক্ষ্য করা যাচ্ছে না। দিনাজপুরের পুলিশ সুপার মোঃ রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে দিনাজপুর শহরে জাল সার্টিফিকেটের ব্যবসা হচ্ছে এ ধরনের কোন অভিযোগ তার কাছে নেই বলে জানান। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।
×