ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মূকাভিনয় উৎসব শুরু হচ্ছে আজ

প্রকাশিত: ০৫:৫৫, ২১ মার্চ ২০১৫

মূকাভিনয় উৎসব শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার ॥ ‘মূক উৎসবে মুখর হোক সকলে’ সেøাগানে আজ শনিবার থেকে শুরু হচ্ছে ‘জাতীয় মূকাভিনয় উৎসব ও সম্মেলন ২০১৫’। ‘মাস্টার অব মাইম’ মার্সেল মার্সোর ৯২তম জন্মবার্র্ষিকী ও ‘বিশ্ব মূকাভিনয় দিবস’ উপলক্ষে শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার ও সেমিনার কক্ষে তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে যৌথভাবে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান ও শিল্পকলা একাডেমি। ফেডারেশনের চেয়ারম্যান জাহিদ রিপন জানান, সেমিনার কক্ষে সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করবেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ। পরে বিকেল ৩টায় ‘মূকাভিনয় ও মার্সেল মার্সো’ শীর্ষক স্মারক-বক্তব্য রাখেবেন ভারতের নাট্যসমালোচক অংশুমান ভৌমিক। আগামীকাল রবিবার বিকেল ৪টায় বিশ্ব মূকাভিনয় দিবস স্মারক-র‌্যালি অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় স্টুডিও থিয়েটার হলে উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতি-সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি থাকবেন নাট্যজন লিয়াকত আলী লাকী। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে চলবে বিভিন্ন দলের পরিবেশনায় মূকাভিনয় প্রদর্শনী। ২৩ মার্চ সোমবার বিকেল ৪টা থেকে স্টুডিও থিয়েটারে থাকবে মূকাভিনয় আড্ডা ও প্রীতি সমাবেশ। সন্ধ্যা ৬টায় সমাপনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে চলবে বিভিন্ন দলের পরিবেশনায় মূকাভিনয় প্রদর্শনী।
×