ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

প্রকাশিত: ০৬:১৩, ২১ মার্চ ২০১৫

রাজশাহীতে ব্যবসায়ীকে গুলি করে   টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর পুঠিয়ায় ছিনতাইকারীদের গুলিতে নিরোধ কুমার (৪২) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে সাত লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। নিরোধকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলার পুঠিয়া-তাহেরপুর সড়কের হোসেনের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিরোধের বাড়ি বাগমারার তাহেরপুর পৌরসভার জেলেপাড়া গ্রামে। নিরোধ ও তার ভগ্নিপতি তাহেরপুরে পোল্ট্রি ফিডের ব্যবসা করেন। গুলিবিদ্ধ নিরোধের ভগ্নিপতি নয়ন কুমার বলেন, শুক্রবার তাহেরপুরহাটে ভুট্টা কেনার জন্য বৃহস্পতিবার ব্যাংক থেকে সাত লাখ টাকা তোলা হয়। প্রাইম ব্যাংকের পুঠিয়া উপজেলার বানেশ্বর শাখা থেকে সাত লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে তাহেরপুর ফিরছিল নিরোধ। সঙ্গে হাবিবুর রহমান নামে তাদের এক কর্মচারী ছিল। সন্ধ্যা ঘনিয়ে এলে তাদের পেছন থেকে একটি মোটরসাইকেলে তিনজন যুবক তাদের গতি রোধ করে। এ সময় তারা টাকার ব্যাগ ধরে টানাটানি করে। এক পর্যায়ে তারা নিরোধের বাম পায়ে গুলি করে টাকার ব্যাগ কেড়ে নিয়ে চলে যায়। পরে হাবিব ওই অবস্থায় নিরোধকে উদ্ধার করে মোটরসাইকেলে করে প্রথমে তাহেরপুরের একটি ক্লিনিকের নিয়ে যায়। সেখান থেকে রাত ৯টার দিকে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
×