ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইএসের একশ মার্কিন সেনা হত্যার হুমকি তদন্ত পেন্টাগনের

প্রকাশিত: ০৩:৩১, ২৩ মার্চ ২০১৫

আইএসের একশ মার্কিন সেনা  হত্যার হুমকি তদন্ত পেন্টাগনের

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ১০০ সদস্যের নাম, ঠিকানা ও ছবি অনলাইনে পোস্ট করে তাদের হত্যা করার জন্য “আমেরিকায় বসবাসকারী ভাইদের” প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। তথ্যটি ইন্টারনেটে পোস্ট করার পর শনিবার পেন্টাগন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখছে তারা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, তথ্যটির যথার্থতা আমি নিশ্চিত করতে পারছি না, তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। অভিযানের সময় নিরাপত্তা ও বাহিনীর সুরক্ষা নিয়মাবলী (ওপিএসইসি) সঠিকভাবে অনুসরণ করার জন্য আমরা সব সময়ই আমাদের সেনাদের উৎসাহিত করি। ইন্টারনেটে ছাড়া পোস্টটিতে, একটি গোষ্ঠী নিজেদের “ইসলামিক স্টেট হ্যাকিং ডিভিশন” পরিচয় দিয়ে ইংরেজিতে লিখেছে তারা বেশ কয়েকটি সামরিক সার্ভার, ডাটাবেজ এবং ইমেইল হ্যাক করেছে এবং যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর ১০০ সদস্যের তথ্যগুলো জনসম্মুখে এনেছে যেন নিঃসঙ্গ জঙ্গী হামলাকারীরা তাদের হত্যা করতে পারে। খবর ওয়েবসাইটের।
×