ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরিয়ায় আইএস নিয়ন্ত্রিত হাসপাতালে নয় ব্রিটিশ মেডিক্যাল শিক্ষার্থী

প্রকাশিত: ০৩:৩১, ২৩ মার্চ ২০১৫

সিরিয়ায় আইএস নিয়ন্ত্রিত হাসপাতালে নয় ব্রিটিশ মেডিক্যাল শিক্ষার্থী

ব্রিটেনের নয় মেডিক্যাল শিক্ষার্থী ও চিকিৎসক অবৈধভাবে সিরিয়ায় প্রবেশ করেছে। ধারণা করা হচ্ছে, তারা ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত অঞ্চলে হাসপাতালগুলোতে কাজ করছে। ব্রিটিশ দৈনিক অবজারভার এ খবর প্রকাশ করেছে। তাদেরকে ফিরিয়ে আনতে শনিবার তাদের পরিবার তুরস্ক-সিরিয়া সীমান্তে হন্যে হয়ে খুঁজছে। চার নারী ও পাঁচ পুরুষের গ্রুপটি গত সপ্তাহে সীমান্ত পার হন। দলের সবার বয়স ২০ এর ঘরে। তারা সবাই সুদানী বংশোদ্ভূত। তারা সুদানের খার্তুমে মেডিক্যাল স্কুলে পড়তো। তাদের মধ্যে তিনজন স্নাতক ছিল ও অন্যরা অধ্যয়নরত ছিল। তারা হয়তো তাদের দুই সুদানী সহপাঠীর সঙ্গে সিরিয়া গিয়েছে। তারা ইংল্যান্ডে জন্মগ্রহণ ও বড় হয়েছে। কিন্তু মেডিক্যাল স্কুলে পড়ার জন্য তাদেরকে সুদানে পাঠানো হয়েছিল। খবর গার্ডিয়ান।
×