ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিজ অবস্থানে ওবামা

প্রকাশিত: ০৩:৩২, ২৩ মার্চ ২০১৫

নিজ অবস্থানে ওবামা

প্রেসিডেন্ট ওবামা বলেছেন, তিনি ধরেই নিয়েছেন যে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরাইলের পাশে একটি পৃথক ফিলিস্তিনী রাষ্ট্র প্রতিষ্ঠা সমর্থন করবেন না বলে যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তা তিনি অবশ্যই রক্ষা করবেন। নেতানিয়াহু মঙ্গলবার নির্বাচনে জয়লাভের পর তার অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন, এ ধারণা বাতিল করে দিয়ে ওই মন্তব্য করেন ওবামা। খবর ওয়াশিংটন পোস্ট অনলাইনের। ইসরাইলে নির্বাচন অনুষ্ঠানের ঠিক কয়েকদিন আগে নেতানিয়াহু ভোটারদের বলেন, ইসরাইলী ফিলিস্তিনী সংঘাত অবসানের জন্য দু’রাষ্ট্র প্রতিষ্ঠার সমাধানের তিনি বিরোধী। অথচ, গত দু’দশক ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্র নীতির ভিত্তি হচ্ছে, ইসরাইলী-ফিলিস্তিনীদের জন্য দু’রাষ্ট্র গঠন। ইসরাইলী প্রধানমন্ত্রী বৃহস্পতিবার তার ওই সব প্রতিশ্রুতির বাইরে এসে মার্কিন মিডিয়া সম্প্রচারে বলেছেন, একটি ফিলিস্তিনী রাষ্ট্র প্রতিষ্ঠায় এখনও তিনি ইচ্ছুক থাকবেন, কিন্তু তা সম্ভব করে তোলার আগে পরিস্থিতির পরিবর্তন হতে হবে।
×