ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এমএসভিএসবি প্রকল্পের মাঠ পর্যায়ে কাজ এগিয়ে চলছে

প্রকাশিত: ০৪:০৮, ২৩ মার্চ ২০১৫

এমএসভিএসবি প্রকল্পের মাঠ পর্যায়ে কাজ এগিয়ে চলছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সঠিকভাবে মাঠ পর্যায়ের কাজ এগিয়ে চলছে এমএসভিএসবি প্রকল্পের। সহশ্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) মূল্যায়নসহ গুরুত্বপূর্ণ নির্দেশক মূল্যায়নে কাজ করছে মনিটরিং দ্য সিচিউয়েশন ভাইটাল স্ট্যাটিসটিকস (এমএসভিএসবি) প্রকল্প। রাজধানীর ইস্কাটনে মাঠ পর্যায়ে প্রকল্পের কাজ পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা। শনিবার সকালে কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব (উন্নয়ন) আমিনুল বর চৌধুরী, এমএসভিএসবি প্রকল্পের পরিচালক এ কে এম আশরাফুল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে কানিজ ফাতেমা জানান, দারিদ্র্য বিমোচনসহ গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক অর্জনের ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা নিম্ন আয়ের থেকে মধ্যম আয় এবং উন্নত দেশে যাব। এজন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেসব কার্যক্রমের অর্জিত ফলাফল এ প্রকল্পের মাধ্যমে উঠে আসে। এক কথায় একটি পরিবারের সামগ্রিক চিত্র, একজন বাস চালক বা মোটর মেকানিক কিভাবে জীবন ধারণ করে তা তুলে আনা হচ্ছে। এভাবে সঠিক চিত্র পেলে সরকারের পক্ষে সমন্বিত পরিকল্পনা করা সহজ হবে। তিনি বলেন, ভবিষ্যতে রেজিস্টারদের মাসিক অর্থ বড়ানোর বিষয়টি ভেবে দেখা হবে। তবে অর্থের পরিমাণ নয়, ভাবতে হবে এর মাধ্যমে একটি মেয়ে সংসারের অন্য কাজের পাশাপাশি একটি কর্মসংস্থানের যুক্ত রয়েছে। আমিনুল বর চৌধুরী এ সময় জানান, বিশ্বের বিভিন্ন দেশে এসব গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের কাজে যারা জড়িত, তাদের আলাদা পোশাক থাকে। যেমন ডাক্তারদের গায়ে থাকে। বাংলাদেশেও সেরকম পোশাক তৈরির পরিকল্পনা করা হচ্ছে।
×