ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্টিল উৎপাদনে যুক্তরাষ্ট্রকে টপকে গেছে ভারত

প্রকাশিত: ০৪:০৮, ২৩ মার্চ ২০১৫

স্টিল উৎপাদনে যুক্তরাষ্ট্রকে টপকে গেছে ভারত

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্টিল পণ্য উৎপাদনে বিশ্বের মধ্যে ভারত ছিল চতুর্থ। আর যুক্তরাষ্ট্র ছিল তৃতীয়। কিন্তু চলতি বছরের প্রথম ২ মাসে এই পণ্য বেশি উৎপাদন করায় যুক্তরাষ্ট্রকে টপকে গেছে ভারত। স্টিল উৎপাদনে বিশ্বে দেশটির অবস্থান এখন তৃতীয়। এক খবরে রবিবার ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত ৫ বছরে স্টিল পণ্য উৎপাদনে বিশ্বের মধ্যে ভারত ছিল চতুর্থ। আর তার আগেই ছিল চীন, জাপান ও যুক্তরাষ্ট্র। চলতি বছরের প্রথম ২ মাসে বিশ্বের বিভিন্ন দেশের স্টিল উৎপাদনের হিসাব পর্যবেক্ষণ করে এই তথ্য দিয়েছে ওয়ার্ল্ড স্টিল এ্যাসোসিয়েশন (ডব্লিউএসএ)। তাদের প্রতিবেদনে বলা হয়, আলোচিত সময়ে বিশ্বে সবচেয়ে বেশি স্টিল পণ্য উৎপাদন করেছে ভারত; যা বিশ্বে গড় উৎপাদনের চেয়ে ০.৬ শতাংশ বেশি। এই সময়ে ভারত স্টিল উৎপাদন করেছে ১২৭.৬ মেট্রিক টন। অন্যদিকে স্টিল উৎপাদনে বিশ্ব তালিকায় এক নম্বরে থাকা চীনে উৎপাদিত হয়েছে ৬৫ মেট্রিক টন। দেশটি বিশ্ব চাহিদার প্রায় অর্ধেক স্টিল উৎপাদন করে।
×