ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লেনদেন বাড়ল ৬১ শতাংশ

প্রকাশিত: ০৪:৩৫, ২৩ মার্চ ২০১৫

লেনদেন বাড়ল ৬১ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে টানা দ্বিতীয় দিনের মতো সূচকের উর্ধগতি দিয়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা কমে আসবে এমন আশাবাদ বিনিয়োগকারীদের মাঝে ছড়িয়ে পড়ার কারণেই বাজারে ইতিবাচক প্রবণতা ফিরে এসেছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ৬৫ ভাগ কোম্পানির দরবৃদ্ধির দিনে সার্বিক সূচক বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ। গত বৃহস্পতিবারে গত তিন মাসের সর্বনিম্ন লেনদেনের পর কার্যদিবসে ডিএসইতে ২৬৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। রবিবারে ডিএসইতে লেনদেন বেড়েছে ১০১ কোটি টাকার বা প্রায় ৬১ শতাংশ। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ১৬৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনে সেখানে মাত্র ১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০৩টি, কমেছে ৭১টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি শেয়ারের দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে সার্বিক সূচক বা ডিএসইএক্স সূচক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৩৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭২১ পয়েন্টে। বাজার সংশ্লিষ্টদের মতে, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা হরতাল-অবরোধের মধ্য সিটি নির্বাচনের তফসিল ঘোষণা এবং বিএনপির নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছার কারণে বিনিয়োগকারীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে আসবে। বিনিয়োগকারীদের আশাবাদ রাজনৈতিক দলগুলোর এই ধংসাত্মক কর্মসূচী থেকে ফিরে আসবে। এছাড়া ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের সঙ্গে মার্চেন্ট ব্যাংকগুলোর বিশেষ বৈঠকের খবরেও বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- এসিআই লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার, এসিআই ফরমুলেশনস, ইফাদ অটোস, বেক্সিমকো, অগ্নি সিস্টেমস, এমজেএল বাংলাদেশ, গ্রামীণফোন এবং শাশা ডেনিমস। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : এসিআই ফর্মুলেশন, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, অলটেক্স, বিএসআরএম স্টিল, মুন্নু স্টাফলারস, অ্যামবে ফার্মা, নিটল ইন্স্যুরেন্স, রূপালী লাইফ, অগ্নি সিস্টেম ও এসিআই। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : রিলায়েন্স ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার, ডিবিএইচ ১ম মিউচ্যুয়াল ফান্ড, আজিজ পাইপস, আইসিবি ২য় এনআরবি, মডার্ন ডায়িং, আনোয়ার গ্যালভানাইজিং, ইসলামিক ফাইন্যান্স ও ফাস ফাইন্যান্স। ঢাকার মতো দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সিএসইতেও ঊর্ধমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৫৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪২টি, কমেছে ৬১টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি শেয়ারের দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, শাশা ডেনিমস, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, এসিআই ফর্র্মুলেশন, সিঙ্গার বিডি, এসিআই, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, ইফাদ অটোস ও বিএসআরএম স্টিল।
×