ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবহেলিত শৈশবে

প্রকাশিত: ০৫:৫৩, ২৪ মার্চ ২০১৫

অবহেলিত শৈশবে

চার বছর বয়সী হৃদয়। ঢাকার মানিকনগরে থাকে। নিজেদের বাসা নেই। বাবা টোকাই। হৃদয়রা যে এলাকায় থাকে সেখানে কোন খেলার জায়গা নেই। বাবা-মা সারাদিন কাজ করে। দিনের বেলা পুরোপুরি একা থাকতে হয় ছেলেটির। তাই ওই এলাকায় নির্মাণাধীন একটি ভবনের রডে রশি ঝুলিয়ে দোল খায় ছেলেটি। কিন্ত এ থেকে ঘটতে পারে মারাত্মক বিপদ। কথা বললে হৃদয় জানায়, ‘স্যার আমারে কেউ খেলায় লয় না।’ তাই আমি সারাদিন একাই খেলি। সোমবার ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×