ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জীবিকার টানে...

প্রকাশিত: ০৫:৫২, ২৫ মার্চ ২০১৫

জীবিকার টানে...

গ্রাম থেকে শহরে আসে মানুষ কাজের সন্ধানে। প্রথমে কোন না কোন কিছু করে বেঁচে থাকার চেষ্টা করে সে। তবে বাঁচার তাগিদে পরবর্তীতে পেশার পরিবর্তন হলেও গ্রামে আর ফেরা হয় না। তেমনি গ্রামে না ফেরা লোক আরমান মিয়া (৪০)। প্রথমে নির্মাণ শ্রমিকের কাজ করলেও এখন তিনি খ-কালীন ভ্রাম্যমাণ ওষুধ বিক্রেতা। তেলাপোকা, ছারপোকা, ইঁদুর, সাপ, ব্যাঙ, টিকটিকি মারার ওষুধ বিক্রি করেন তিনি। রাজধানীর দোলাইরপারের নূরবাগ থেকে মঙ্গলবার ছবিটি তোলেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×