ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মামুন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

প্রকাশিত: ০৫:৫৪, ২৫ মার্চ ২০১৫

মামুন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

বিশেষ প্রতিনিধি ॥ জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক প্রথম প্রেস সচিব ও জনকণ্ঠের সাবেক সিনিয়র রিপোর্টার মোঃ মামুন অর রশিদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ে উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এক বছরের চুক্তিতে তার এই নিয়োগের আদেশ জারি করে। নতুন দায়িত্বে যোগ দেয়ার আগে মামুনকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কাজের সম্পর্ক ত্যাগ করতে হবে। জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রথম প্রেস সচিব হিসেবে তিন বছর দায়িত্ব পালন করে গত বছরের ডিসেম্বরে দেশে ফেরেন মামুন অর রশিদ। এনএসইউ ভার্সিটিতে নেতৃত্বের দৃষ্টান্ত শীর্ষক সেমিনার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের সংগঠন ইয়ং এন্ট্রিপ্রেনিউর সোসাইটি (ইয়েস) সোমবার ‘নেতৃত্বের দৃষ্টান্ত’ শীর্ষক সেমিনারের আয়োজন করে। অন্যতম উদ্যোক্তা আনিসুল হক এতে প্রধান বক্তা হিসেবে নিজ জীবন থেকে নেয়া নানা ঘটনার বর্ণনাপূর্বক তরুণ শিক্ষার্থীদের স্বপ্ন প্রতিষ্ঠায় উৎসাহী করেন। -বিজ্ঞপ্তি
×