ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এশিয়ান টাইগার ফান্ডের শেয়ার বিওতে জমা

প্রকাশিত: ০৪:০২, ২৬ মার্চ ২০১৫

এশিয়ান টাইগার ফান্ডের শেয়ার বিওতে জমা

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রতি আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) সম্পন্ন করা এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের লটারিতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার ইউনিট হোল্ডারদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসেবে মঙ্গলবার জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। এ ফান্ডের প্রাথমিক গণগ্রস্তাবের (আইপিও) আবেদন গত ১১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত জমা দেয়ার সুযোগ ছিল। আর প্রবাসী ইউনিট হোল্ডারদের জন্য এ সুযোগ ছিল ২৪ জানুয়ারি পর্যন্ত। জানা গেছে, এশিয়ান টাইগার ১০ টাকা অভিহিত মূল্যে ১০ কোটি ইউনিট ইস্যু করে বাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহের জন্য। এই ফান্ডের মার্কেট লট ৫০০টিতে। এটি ১০ বছর মেয়াদী একটি ফান্ড হবে। ফার্স্ট লিজের নাম পরিবর্তন অর্থনৈতিক রিপোর্টার ॥ ফার্স্ট লিজ ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ট্রেডিং কোড পরিবর্তন করা হয়েছে। কোম্পানির বর্তমান ট্রেডিং কোড ফার্স্ট লিজ ফিন্যান্সের পরিবর্তে ফার্স্ট ফিন্যান্স নামে লেনদেন করবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আগামী ২ এপ্রিল বৃহস্পতিবার থেকে কোম্পানিটি ফার্স্ট ফিন্যান্স লিমিটেড নামে লেনদেন করবে বাজারে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১ এপ্রিল বুধবার। এছাড়া কোম্পানির নাম ও ট্রেডিং কোড ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
×