ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এলাকাবাসী আতঙ্কে

সাতক্ষীরায় স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কার

প্রকাশিত: ০৪:২৮, ২৬ মার্চ ২০১৫

সাতক্ষীরায় স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ এলাকাবাসীর তিনদিনের অবিরাম চেষ্টায় সাতক্ষীরায় ভেঙ্গে যাওয়া বাঁধটি সংস্কার করা হয়েছে। বুধবার সকালে স্থানীয় জনগণ স্বেচ্ছাশ্রমে বাঁধটি সংস্কার করলেও এলাকাবাসীর মধ্যে ভাঙ্গন আতঙ্ক কাটছে না। পরবর্তী জোয়ারের পানির চাপে বাঁধটি টিকবে কিনা এ নিয়ে দেখা দিয়েছে সংশয়। দুই দফা ভাঙ্গনের পর সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্গাবাটি-মাদিয়া এলাকার খোলপেটুয়া নদীর ভাঙ্গনকবলিত বেড়িবাঁধটি বুধবার সকালে নিয়ন্ত্রে আনা হয়। গত রবিবার দুপুরে প্রবল জোয়ারের স্রোতে শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীর আড়াই শ’ ফুট বেড়িবাঁধ ভেঙ্গে যায়। তলিয়ে যায় দুই হাজার বিঘা মৎস্য ঘের। প্লাবিত হয় দুটি ইউনিয়নের ১২টি গ্রাম। ধসে পড়ে প্রায় দুই শ’ কাঁচা ঘরবাড়ি। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ১০ কোটি টাকা। এর মধ্যে মঙ্গলবার দুপুরের বাঁধটি প্রথম দফায় নিয়ন্ত্রণে নেয়া হলেও দুপুরে ফের জোয়ারের স্রোতে ৭০ ফুট এলাকাজুড়ে পুনরায় ভেঙ্গে যায়। পানিতে তলিয়ে যায় বুড়িগোয়ালিনী ও আটুলিয়া ইউনিয়নের কমপক্ষে ১২টি গ্রাম । সেখানে দেখা দেয় সুপেয় পানির সঙ্কট। এলাকা ছেড়ে অনেক মানুষ নিরাপদ স্থলে আশ্রয় নেন। বুধবার সকালে আবারও প্রায় সাত শ’ এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধটি সংস্কার করলেও তাদের মধ্যে বিরাজ করছে ভাঙ্গন আতঙ্ক। পানি উন্নয়ন বোর্ডের শ্যামনগর উপজেলা উপবিভাগীয় প্রকৌশলী বিশ্বজিত বৈদ্য জানান, স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে জোয়ারের পানি আটকানো সম্ভব হলেও পরবর্তী জোয়ারে কি হবে সেটি দেখভাল করা হচ্ছে। বাঁধের দুর্বল পয়েন্টগুলো নজরদারিতে রাখা হয়েছে। ঈশ্বরদীতে সাঁড়াবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন মানুষের মুখে হাসি স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বুধবার সকালে পাবনা জেলার দুঃখ বলে খ্যাত সাঁড়া পদ্মা নদীর বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে নদী তীরবর্তী এলাকায় ফলক উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি ফলক উন্মোচন করে নির্মাণ কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আ’লীগ সভাপতি আনিছুন্নবী বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান মোকলেছু রহমান মিন্টু, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিম, পৌর আ’লীগ সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু। সাঁড়া ইউনিয়ন আ’লীগ সভাপতি জমসেদ আলী সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম, প্রকল্প পরিচালক মীর মোশারফ, নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জুয়েল চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, চীনের দুঃখ হোয়াংহো নদী। আর পাবনা জেলার দুঃখ সাঁড়া পদ্মা নদীর ভাঙ্গন। আ’লীগ সরকার চারঘাট থেকে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন পর্যন্ত বাঁধ নির্মাণের জন্য ৫শ’ ৫৬ কোটি টাকার প্রকল্প হাতে নেয়। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় এসে সেই কাজ বন্ধ করে দেয়। বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন হওয়ায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
×