ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আর্জেন্টিনায় রুশ অস্ত্র সরবরাহের পরিকল্পনা রাশিয়ার

ফকল্যান্ডের নিরাপত্তা বাড়াচ্ছে ব্রিটেন

প্রকাশিত: ০৬:০০, ২৭ মার্চ ২০১৫

ফকল্যান্ডের নিরাপত্তা বাড়াচ্ছে ব্রিটেন

ব্রিটেন ফকল্যান্ড দ্বীপপুঞ্জের দুটি সৈন্যবাহী চিনুক হেলিকপ্টার ও নতুন নতুন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে। রাশিয়া আর্জেন্টাইন সরকারকে অস্ত্র সরবরাহ করতে পারে এমন আশঙ্কার মধ্যে ব্রিটেন ওই ব্যবস্থা নিচ্ছে। যুক্তরাজ্য ফকল্যান্ড দ্বীপপুঞ্জের প্রতিরক্ষা জোরদার করতে আগামী দশকে ১৮ কোটি পাউন্ড ব্যয়ের পরিকল্পনা করছে। প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালনের ভাষায় আর্জেন্টিনার খুবই বাস্তব হুমকি মোকাবেলা করাই এর উদ্দেশ্য। খবর টেলিগ্রাফ ও ফক্সনিউজের। ফ্যালন বলেন, দ্বীপপুঞ্জটি যে কোন সম্ভাব্য হুমকি প্রতিহত করার জন্য প্রস্তুত থাকবে। এর আগে ক্রেমলিন গরুর মাংস ও গমের বিনিময়ে বুয়েনস আয়ার্সকে ১২টি দূরপাল্লার সু-২৪ বোমারুবিমান লিজ দেয়ার প্রস্তুতি নিচ্ছে বলে খবর বেরোয়। রাশিয়া যখন ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর ব্রিটেনের দাবির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে তখন ওই সব ঘটনা ঘটেছে। লন্ডনে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ইয়াকো ভেঙ্কো ২০১৩ সালের গণভোটকে গত বছর ক্রিমিয়ায় অনুষ্ঠিত গণভোটের সঙ্গে তুলনা করেন। ২০১৩ সালের গণভোটে ফকল্যান্ডবাসীর শতকরা ৯৯ দশমিক ৮ভাগ ফকল্যান্ডের এক ব্রিটিশ ভূখ- হিসেবেই বজায় থাকার পক্ষে বলে দেখা যায়। ক্রিমীয় গণভোটকে ব্রিটেন প্রহসন বলে নিন্দা জানায়, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনের উপদ্বীপ ক্রিমিয়াকে দখল করার ঘটনাটি ন্যায় সঙ্গত প্রতিপন্ন করতে ওই গণভোটকে কাজে লাগান। যুক্তরাজ্য মনে করে, আর্জেন্টিনা দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় ব্রিটিশ ভূখ-ের প্রতি ক্রমবর্ধমান হুমকি হয়ে দেখা দিচ্ছে। কারণ আর্জেন্টিনা ইরান ও রাশিয়া উভয় দেশের সঙ্গে অস্বস্তিকর সম্পর্ক গড়ে তুলছে। কাজেই যুক্তরাজ্য ওই দ্বীপপুঞ্জের প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য স্থাপনা আরও উন্নত করার পরিকল্পনা করছে। দ্বীপপুঞ্জের গ্যারিসন যাতে যে কোন উদ্ভুত ঘটনার তরিৎ ও চূড়ান্ত জবাব দিতে পারে সেজন্য গ্যারিসনকে সহায়তা করতে রাজকীয় বিমান বাহিনীর দুটি চিনুক পরিবহন হেলিকপ্টার পাঠানো হবে। মাইকেল ফ্যালন একথা বলেন।
×