ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ছয় এ্যাসোসিয়েশনের বৈঠক সোমবার

প্রকাশিত: ০৬:১০, ২৭ মার্চ ২০১৫

ছয় এ্যাসোসিয়েশনের বৈঠক সোমবার

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী বাজেটে পুঁজিবাজারের উন্নয়নে কি কি বিষয় আসতে পারে সেই বিষয়ে পরামর্শের জন্য সংশ্লিষ্ট এ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এ ছাড়া বৈঠকে বর্তমান বাজারের প্রেক্ষাপট নিয়ে আলোচনা হবে। ৩০ মার্চ বেলা ১২টায় ডিএসইর বোর্ডরুমে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই বৈঠকে অংশ নিতে যাওয়া এ্যাসোসিয়েশনগুলো : বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশন (বিএমবিএ), এ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি), বাংলাদেশ ইন্স্যুরেন্স এ্যাসোসিয়েশন (বিআইএ), বাংলাদেশ লিজিং এ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ এ্যাসোসিয়েশন (বিএলএফসি) এবং এ্যাসোসিয়েশন অব এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ (এএএমসি)। এ বিষয়ে ডিএসইর ব্রোকারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের বলেন, বর্তমান বাজারের প্রেক্ষাপটে পুঁজিবাজার নিয়ে সরকারের কিছুই করার নেই। তাই নিজেদের সক্রিয় হতে হবে। তাই নিজেদের মধ্যে সমন্বয় বাড়াতে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের এ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করব।
×