ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৫ দিনে ওটিসির ৩ কোম্পানির লেনদেন

প্রকাশিত: ০৬:১০, ২৭ মার্চ ২০১৫

১৫ দিনে ওটিসির ৩ কোম্পানির লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ মার্চ মাসের ১৫ দিনে ওটিসি (ওভার দ্য কাউন্টার) মার্কেটে মাত্র ৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এই সময়ে কোম্পানিগুলোর মোট ১৫ হাজার ১২০টি শেয়ার ৪ লাখ ৯৫ হাজার টাকায় লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, ওটিসি মার্কেটে বর্তমানে ৬৬টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ৪১ টি কোম্পানির শেয়ার নিয়মিত লেনদেন হয়। আর ১০টি কোম্পানির শেয়ার ডিমেট বা ইলেক্ট্রনিক প্রক্রিয়ায় লেনদেন হয়। আলোচ্য সময়ে ওটিসিতে লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে- তমিজউদ্দিন টেক্সটাইল, এপেক্স ওয়েভিং এবং নিলয় সিমেন্ট। জানা গেছে, তমিজউদ্দিন টেক্সটাইল ৯ হাজার ২০টি শেয়ার ১ লাখ ৩৫ হাজার ৩০০ টাকায় লেনদেন হয়। প্রতিটি শেয়ারের বাজারদর ছিল ১৫ টাকা। ইসলামিক ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামিক ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৮ শতাংশ নগদ এবং বাকি ৪ শতাংশ বোনাস লভ্যাংশ, কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার অনুষ্ঠিত প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেয়া হয়। আলোচিত বছরে প্রতিষ্ঠানটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৬৬ পয়সা। আর নেট এ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১২ টাকা ৬৬ পয়সা। ইসলামিক ফাইন্যান্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ এপ্রিল।
×