ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউফলে স্বাধীনতা দিবস অনুষ্ঠানে নাশকতা চেষ্টা, শিবিরকর্মী গ্রেফতার

প্রকাশিত: ০৬:২৭, ২৮ মার্চ ২০১৫

বাউফলে স্বাধীনতা দিবস অনুষ্ঠানে নাশকতা চেষ্টা, শিবিরকর্মী  গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৭ মার্চ ॥ স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে নাশকতার প্রস্তুতির সময় আবু সাইদ (৩০) নামের এক শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাবার নাম হাকিম আলী ব্যাপারী। বাউফলের দাশপাড়া গ্রামে তার বাড়ি। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাউফলের কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজের স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে জাতীয় সংসদের সরকার দলীয় চীফ হুইফ আসম ফিরোজ বক্তব্য রাখছিলেন, এ সময় মঞ্চের পিছনের দিকে সাইদ রহস্যজনকভাবে ঘোরাঘুরি করছিল। এ সময় সাদা পোশাকের পুলিশ তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সাইদ পুলিশকে জানায়, তিনি শিবিরের একজন সক্রিয় কর্মী। ওই সভায় নাশকতা চালানোর জন্য সে প্রস্তুতি নিচ্ছিল। সাইদকে শুক্রবার সকালে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।
×