ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে অপহৃত যুবক জীবিত উদ্ধার ॥ রহস্য উদঘাটন হয়নি

প্রকাশিত: ০৬:২৭, ২৮ মার্চ ২০১৫

মুন্সীগঞ্জে অপহৃত যুবক জীবিত উদ্ধার ॥ রহস্য  উদঘাটন হয়নি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের অপহৃত প্রবাস ফেরত আওলাদ শেখ (৪৩) অপহরণের রহস্য পাঁচ দিনেও উদ্ঘাটন হয়নি। এদিকে বুধবার রাতে রাজধানীর বড়হাটি বটতলা থেকে তাকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত আটটার দিকে সিরাজদিখান উপজেলার রশুনিয়া বেইলি ব্রিজের কাছ থেকে অপহরণ করে চোখ বেঁধে মাইক্রোযোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সিঙ্গাইরটেক গ্রামের মৃত আসলাম শেখের পুত্র আওলাদ শেখের অপহরণে ফুঁসে উঠে গ্রামবাসী। মঙ্গল ও বুধবার সড়ক অবরোধসহ মিছিল সমাবেশ করে। পুলিশের একটি সূত্র জানায়, পরিস্থিতি বেগতিক দেখে হয়তো অপহরণকারীরা ডেমরা বড়হাটি বটতলায় হাত-পা বাঁধা অবস্থায় ফেলে যায়। পরে পাশের পথচারীরা তার বাঁধন খুলে দেয়। মুখস্ত থাকা ফোন নাম্বার নিয়ে পাশের চা দোকানী বিষয়টি আওলাদের স্ত্রী বিনা আক্তারকে জানায়। সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ও তার স্বজনরা সেখানে গিয়ে আওলাদকে রাত ১১টায় উদ্ধার করে। পরদিন বৃহস্পতিবার অপহরণ মামলা হয়। পুলিশ অপহরণ রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে। ওসি জানান, মৃত উদ্ধার প্রচার হলেও মূলত আওলাদ শেখ জীবিত উদ্ধার হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর সে এখন সুস্থ। তবে অপহরণের পর তার চোখ ও হাত পা বাঁধা থাকায় অপহরণের পরবর্তী ঘটনা তেমন কিছুই বলতে পারছেন না।
×