ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গান শুনে গর্ভেই বাচ্চার হাততালি

প্রকাশিত: ০৫:৩৩, ২৯ মার্চ ২০১৫

গান শুনে গর্ভেই বাচ্চার হাততালি

বাচ্চারা সাধারণত সঙ্গীতপ্রিয় হয়। গানের তালে তালে বাচ্চারা তুলতুলে হাতে হাততালি দিতেও আমরা দেখি। কিন্তু যে বাচ্চা এখনও পৃথিবীর আলোর মুখ দেখেনি, যে বাচ্চা এখনও মায়ের পেটে সে কিনা গানের তালে তালে হাততালি দিচ্ছে, ভাবতে পারেন। অসম্ভব মনে হলেও এমনটাই দেখা গেছে আলট্রাসনোগ্রাফিক এক রিপোর্টে। মায়ের গর্ভে আছে মাত্র চৌদ্দ সপ্তাহ ধরে। এখনও তার হাত-পা কোন কিছুই ঠিকমতো তৈরি হয়নি। কিন্তু এরই মধ্যে বাচ্চাটি গানের মর্ম বুঝে গেছে। গান শুনে গর্ভে থাকা বাচ্চাটি তিনবার হাত তালি দেয়। আর সেই দুর্লভ ঘটনাটি ডাক্তার রেকর্ড করে ফেলে। বাচ্চাটির বাবা-মা এতে যারপরনাই খুশি। এই বিষয়ে বাচ্চাটির মা জ্যান কার্ডিনাল বলেন, ‘‘এই স্মৃতি আমি কখনই ভুলব না, ডাক্তার আমাদের গান গাইতে বলেছিল, আমরাও গাইলাম আর তা শুনে আমার বাচ্চাটি তিনবার হাততালি দিয়েছে। এতে কোন রহস্য নেই তবে এটি চিত্তাকর্ষক।’’ এতেই জ্যান থেমে যাননি। তিনি আরও বলেন, ‘‘যদি বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার পরেই নাচ শুরু করে, তবু আমরা বিস্মিত হব না। -মেট্রো অবলম্বনে আরিফুর সবুজ
×