ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিল্প খাতে বিনিয়োগে এফবিসিসিআইয়ের আহ্বান

প্রকাশিত: ০৫:৫৫, ২৯ মার্চ ২০১৫

শিল্প খাতে বিনিয়োগে  এফবিসিসিআইয়ের  আহ্বান

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে শিল্প, শিক্ষা, যোগাযোগ ও পর্যটন খাতে বিনিয়োগ করতে চীনের ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিক্স সিজন হোটেলে চীনের বাণিজ্য প্রসার বিষয়ক কাউন্সিল সিসিপিআইটি আয়োজিত এক বৈঠকে সংগঠনের প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী এই আহ্বান জানান। বৈঠকে তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক, শিল্পপার্ক, তথ্য প্রযুক্তি, শিক্ষা, ওষুধ শিল্প, চামড়া ও পর্যটন খাতে দুই দেশের বিনিয়োগ ও বাণিজ্যে এক সঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এসব খাতে বিনিয়োগ করলে চীনের ব্যবসায়ীরা লাভবান হবেন। মনোয়ারা হাকিম আলী বলেন, তিন দশক ধরে চীন বাংলাদেশের খুব কাছের বন্ধু হলেও চীনে বাংলাদেশের রফতানি অনেক কম। গত অর্থবছরে চীন থেকে বাংলাদেশ ৭৫৫ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে। অন্যদিকে চীনে রফতানি করা হয়েছে মাত্র ৭৪ দশমিক ৬০ কোটি মার্কিন ডলারের পণ্য।
×