ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিএসইতে পিই বেড়েছে

প্রকাশিত: ০৫:৫৫, ২৯ মার্চ ২০১৫

ডিএসইতে পিই বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যবধানে বাজারের সার্বিক মূল্য আয় অনুপাত (পিই) ০.২১ পয়েন্ট বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইতে আগের সপ্তাহে পিই ছিল ১৬.৬০ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই ০.২১ পয়েন্ট বা ১.২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৮১ পয়েন্টে। গত সপ্তাহে দেশের উভয় বাজারে সূচক বেড়েছে। সূচক বাড়ার কারণে বাজার পিইও কিছুটা বেড়েছে। পিই রেশিও ১৫ এর নিচে থাকাকে নিরাপদ বিবেচনা করা হয়। বিনিয়োগের ক্ষেত্রে পিই রেশিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোম্পানির শেয়ার দর কমা বা বাড়ার ওপর পিই নির্ভর করে। তবে গত সপ্তাহে পিই কিছুটা বাড়লেও বাজারে বিনিয়োগের পরিবেশ রয়েছে বলেন মনে করছেন বাজার বিশ্লেষকরা।
×