ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৬ কোম্পানির এজিএম চলতি সপ্তাহে

প্রকাশিত: ০৫:৫৬, ২৯ মার্চ ২০১৫

১৬ কোম্পানির এজিএম  চলতি সপ্তাহে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৬ কোম্পানির বার্ষিক সাধারণ সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন হতে পারে। চলতি সপ্তাহের ২৯ মার্চ অর্থাৎ আজ রবিবার সাইথইস্ট ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হবে। এদিন ব্যাংকটির এজিএম সকাল ১০টায়, বসুন্ধরা কনভেনশন সেন্টার-২, বসুন্ধরা আর/এ, বারিধারায় এজিএম অনুষ্ঠিত হবে। ৩০ মার্চ আট কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এর মধ্যে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের এজিএম সকাল ১০টা ১৫ মিনিটে আর কোম্পানিটির ইজিএম সকাল ১০টায় বসুন্ধরা কনভেনশন সিটি, জোয়ারসাহারা, খিলখেত, ঢাকাতে; আইডিএলসি ফাইন্যান্সের এজিএম সকাল ১০টায়, উৎসব, রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেল, বিমানবন্দর রোড, ঢাকাতে; ডাচ্-বাংলা ব্যাংকের এজিএম সকাল ১০টায়, বলরুম অব প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ঢাকাতে; প্রাইম ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টের এজিএম সকাল সাড়ে ১০টায়, বসুন্ধরা কনভেনশন সেন্টার-২, ব্লক-সি, বসুন্ধরা আর/এ, বারিধারা, ঢাকাতে; প্রাইম ইন্স্যুরেন্সের এজিএম বেলা ১১টায়, বাংলাদেশ ইনস্টিটিউট অব এ্যাডমিনিশট্রেশন এ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইএএম), ৬৩, নিউ ইস্কাটন, ঢাকাতে; প্রাইম ব্যাংকের এজিএম বেলা ১১টায়, কেআইবি কমপ্লেক্স, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকাতে; ট্রাস্ট ব্যাংকের এজিএম ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫, পুরাতন বিমানবন্দর রোড, জাহাঙ্গীর রোড, ঢাকাতে বেলা ১১টায়; এবং সোস্যাল ইসলামী ব্যাংকের এজিএম সকাল সাড়ে ১০টা, সাভার গল্ফ ক্লাব, সাভার ক্যান্টনমেন্ট, ঢাকাতে অনুষ্ঠিত। আর ৩১ মার্চ সাত কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এর মধ্যে পূবালী ব্যাংকের এজিএম সকাল ৯টায়, পিএসসি কনভেনশন হল, পুলিশ স্টাফ কলেজ, মিরপুর, ঢাকাতে; আল আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম সকাল ১০টায়, আল আরাফাহ ইসলামী ব্যাংক ভবন, হেড অফিস, ৬৩, পুরানা পল্টন, ঢাকাতে; এইচআর টেক্সটাইলের এজিএম সকাল সাড়ে ১০টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, হাউস-১৯, রোড-৭, গুলশান-১, ঢাকাতে; ইস্টার্ন ব্যাংকের এজিএম সকাল সাড়ে ১০টায়, ইউনিক ট্রেড সেন্টার কনভেনশন হল, পান্থপথ; ইউনিয়ন ক্যাপিটালের এজিএম সকাল সাড়ে ১০টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, গুলশান-১; ব্যাংক এশিয়ার এজিএম বেলা ১১টায়, ঢাকা লেডিস ক্লাব, ৩৬ ইস্কাটন গার্ডেন রোড এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এজিএম একই দিন বেলা সাড়ে ১১টায়, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি হল, বসুন্ধরায় অনুষ্ঠিত হবে।
×