ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিউজিল্যান্ডই চমক দেখাবে ॥ ফ্লেমিং

প্রকাশিত: ০৬:০২, ২৯ মার্চ ২০১৫

নিউজিল্যান্ডই চমক দেখাবে ॥ ফ্লেমিং

স্পোর্টস রিপোর্টার ॥ স্টিফেন ফ্লেমিং কি তবে গোনক হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছেন! বিশ্বকাপ শুরুর বেশ কয়েকদিন আগেই সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক বলেছিলেন, ‘অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ফাইনাল দেখতে পাচ্ছি আমি!’ অবাক করে দিয়ে সেটি এখন বাস্তবতা। ১১তম বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি দুই প্রতিবেশী ক্রিকেট পরাশক্তি। গত দেড় বছরে কিউইদের নৈপুণ্য দেখেই তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, মাঠে ব্রেন্ডন ম্যাককুলামদের কেউ থামাতে পারবে না। অথচ ভবিষ্যদ্বাণী যখন ফলে গেছে, তখন কিছুটা নার্ভাস ফ্লেমিং, ‘এটা দেখে খুবই ভাল লাগছে যে, ব্রেন্ডনের অধীনে এমন একটি দল ফাইনালে খেলছে, যারা হারতে পছন্দ করে না। প্রতিটি ম্যাচ জিততে চায়। ইতোমধ্যে সেটি তার করে দেখিয়েছে। কিন্তু ফাইনাল বলেই টেনশনটা আমাকে পেয়ে বসেছে। রাতে ঘুমাতে পারছি না। কিছুটা নার্ভাস লাগছে। এই দিনটার জন্য কত বছর, কত যুগ ধরেই না অপেক্ষা করেছি।’ নিউজিল্যান্ড ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক ফ্লেমিং জাতীয় জার্সিদের প্রতিনিধিত্ব করেছেন ১৯৯৪ থেকে ২০০৮ পর্যন্ত। এ সময় দু’দুটি বিশ্বকাপে দলকে সেমি থেকে বিদায় নিতে দেখেছেন। সুতরাং ফাইনালের মাহাত্মটা তার চেয়ে ভাল আর কে বুঝবেন? আসরে টিম সাউদি-মার্টিন গাপটিলদের খেলা দেখে বিশ্বাসটা শক্ত ভিত পাচ্ছে। মেলবোর্নে এবার তারা ইতিহাস গড়বে বলে দৃঢ় বিশ্বাস ফ্লেমিংয়ের। অস্ট্রেলিয়াকে হারিয়ে উত্তরসূরিরা কেন উল্লাসে মাতবে? তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘নিরপেক্ষ বিচারে নিউজিল্যান্ড এবার যে কোন দলের চেয়ে ভাল ক্রিকেট খেলেছে। প্রতিটি বিভাগে আমরাই সেরা। টুর্নামেন্টে সর্বোচ্চ ২১ উইকেট ট্রেন্ট বোল্টের। ভেট্টোরি ও কোরি এ্যান্ডারসন নিয়েছে ১৫ ও ১৪ করে উইকেট। আছে টিম সাউদি। এমন ব্যালেন্স বোলিং আক্রমণ অস্ট্রেলিয়ারও নেই। বিশেষ করে ড্যানিয়েল ভেট্টোরি আমাদের অমূল্য সম্পদ।’
×