ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চলচ্চিত্রে সুব্রত’র তিন দশক

প্রকাশিত: ০৬:০৯, ২৯ মার্চ ২০১৫

চলচ্চিত্রে সুব্রত’র তিন দশক

স্টাফ রিপোর্টার ॥ চলচ্চিত্রে অভিনয়ে তিন দশক পেরিয়ে একত্রিশ বছরে পা রাখলেন অভিনেতা সুব্রত। ১৯৮৫ সালের মার্চ মাসে মুক্তি পায় তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘রাই বিনোদিনী’। এছাড়া একই পরিচালকের ‘মালা বদল’ ও ‘মাইয়ার নাম ময়না’ নামের চলচ্চিত্রে অভিনয় করেন। তিনটি চলচ্চিত্রই সুব্রতকে চলচ্চিত্রে নায়ক হিসেবে শক্ত অবস্থান গড়ে দেয়। এরপর থেকে একে একে বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এখন পর্যন্ত তার অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যা ১৪০টিরও অধিক। নায়ক হিসেবে সুব্রত সর্বশেষ মতিউর রহমান গাজীপুরীর নির্দেশনায় ‘ঘোমটা’ চলচ্চিত্রে অভিনয় করেন। ‘ঘোমটা’ চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই ভালবেসে ঘোমটা পড়িয়ে বউ করে নেন চিত্রনায়িকা দোয়েলকে। সুব্রত বলেন, ‘দর্শকের ভালবাসায় আজ আমি এখানে এসেছি। দর্শকের ভালবাসার মাঝেই বেঁচে থাকতে চাই। চাই আরও ভালো ভালো চলচ্চিত্রে কাজ করতে।
×