ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বান্দরবানে শিক্ষক স্বল্পতায় পাঠদান ব্যাহত

প্রকাশিত: ০৬:১০, ২৯ মার্চ ২০১৫

বান্দরবানে শিক্ষক  স্বল্পতায় পাঠদান  ব্যাহত

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ২৮ মার্চ ১৫ ॥ শিক্ষক সঙ্কটের কারণে বান্দরবান পার্বত্য জেলার ৭ উপজেলার শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়ার আশক্সক্ষা করছে স্থানীয়রা। জানা গেছে, বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ে ৫৩ জনের মধ্যে শিক্ষক আছে ৩৮ জন, বান্দরবান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫২ জনের মধ্যে ৩৭ জন। রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি উচ্চ বিদ্যালয়ে ১১ জনের মধ্যে ৫ জন। আরও জানা গেছে, রুমা উপজেলার রুমা উচ্চ বিদ্যালয়ে ১১ জনের মধ্যে ৫ জন, লামা উপজেলার লামা উচ্চ বিদ্যালয়ে ২৭ জনের মধ্যে ১১ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি উচ্চ বিদ্যালয়ে ১১ জনে ৯ জন, আলীকদম উপজেলায় আলীকদম উচ্চ বিদ্যালয়ে ১১ জনের মধ্যে ৫ জন কর্মরত আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সঙ্কটের পাশাপাশি কর্মচারী সঙ্কট থাকার কারণে বিদ্যালয়ের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। জেলার সরকারী ৮ উচ্চ বিদ্যালয়ের মধ্যে রুমা, রোয়াংছড়ি ও আলীকদম উপজেলার তিন সরকারী উচ্চ বিদ্যালয়ে কয়েক বছর ধরে প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম। আলীকদম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার রোকসানা বলেন, উপজেলাগুলোতে একটি করে সরকারী উচ্চ বিদ্যালয় থাকলেও শিক্ষক সঙ্কটের কারণে ছাত্রছাত্রীরা আশানুরূপ ফলাফল করতে পারে না। বান্দরবান পার্বত্য জেলার উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুর্গম এলাকার আদিবাসী শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে। শিক্ষক সঙ্কটের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে বাঙালী জনগোষ্ঠীর পাশাপাশি পাহাড়ের পিছিয়ে পড়া আদিবাসী শিক্ষার্থীরা আরও পিছিয়ে পড়বে এমন মত স্থানীয়দের। এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা পূরবী চৌধুরী বলেন, সরকারী উচ্চ বিদ্যালয়গুলোর শিক্ষক সঙ্কট নিরসনের ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
×