ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরা ও বাগেরহাটে অগ্নিকাণ্ডে তিন শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৬:১৪, ২৯ মার্চ ২০১৫

সাতক্ষীরা ও বাগেরহাটে অগ্নিকাণ্ডে তিন শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার বিনেরপোতার বসুন্ধরা গুচ্ছগ্রামের একটি বাড়িতে আগুন লেগে একটি শিশুসহ চারটি গবাদিপশু মারা গেছে । শুক্রবার রাত ১২টার দিকে বাবরআলি মোড়লের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । বাবর আলির স্ত্রী জোসনা জানান, সন্ধ্যায় মশা তাড়াতে ঘরসংলগ্ন গোয়ালঘরে মৃদু আগুন জ্বালিয়ে ধোঁয়ার সৃষ্টি করা হয়। ভুলবশত আগুন না নেভানোয় গভীর রাতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের বারান্দায় তার সঙ্গে ঘুমিয়ে থাকা শিশু কন্যা সুমাইয়া ( ২ ) আগুনে পুড়ে মারা যায়। একই সময়ে গোশালায় থাকা একটি গরু ও তিনটি ছাগল পুড়ে মারা যায় । এদের বাঁচাতে গিয়ে দগ্ধ হন বাবর আলির স্ত্রী জোসনা ও মেয়ে কুলসুম । স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়ীয়া ইউনিয়নের গোলা গ্রমের বসতঘরে আগুনে পুড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে গ্রমের চিংড়ি খামারি খোকন শেখের বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এলাকাবাসী ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে খোকনের দুই ছেলে-মেয়ে হাবিল (৭) ও চাঁদনী (৩) আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায়। পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘোনা গ্রমের চিংড়ি খামারি খোকন বিকেলের দিকে খাওয়া দাওয়া করে দুই শিশু সন্তানকে ঘরে ঘুমিয়ে রেখে স্ত্রীকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী চিংড়ি খামার দেখাশুনা করতে যায়। এ সময়ে তাদের রান্না ঘর থেকে আগুন লেগে তা বসত ঘরে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা দ্রুত এসে আগুন নেভাতে চেষ্টা চালায় ততক্ষণে বাড়িতে কেউ না থাকায় শিশু দুটি দগ্ধ হয়ে মারা যায়।
×