ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গিনিতে ইবোলা মোকাবেলায় ৪৫ দিনের জরুরী অবস্থা ঘোষণা

প্রকাশিত: ০৩:৩৮, ৩০ মার্চ ২০১৫

গিনিতে ইবোলা মোকাবেলায় ৪৫ দিনের জরুরী অবস্থা ঘোষণা

গিনির পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম পাঁচটি অঞ্চলে ইবোলা প্রাদুর্ভাবের কারণে ৪৫ দিনের ‘জরুরী অবস্থা’ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট আলফা কন্ডে। নতুন নিষেধাজ্ঞায় যেসব হাসপাতাল ও ক্লিনিকে ইবোলা সংক্রমিত রোগী শনাক্ত হবে সেখানে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে আলাদা করে রাখা হবে। পাশাপাশি এই রোগে মৃত্যুবরণকারীদের সমাহিতকরণের ব্যাপারেও নতুন নিয়ম জারি করা হয়েছে। ২০১৩ সালের ডিসেম্বরে গিনিতে ইবোলা প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে। খবর বিবিসির। চলতি বছরের জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)ইবোলা প্রাদুর্ভাবের তালিকা থেকে গিনিকে বাদ দিয়েছিল। কিন্তু পুনরায় সেটি মহামারি আকারে ফিরে আসতে পারে বলে সতর্ক করেছিল। সেই তালিকায় গিনিসহ লাইবেরিয়া ও সিয়েরালিওনও রয়েছে। দেশটির প্রেসিডেন্ট কন্ডে বলেন, ফোরেকারিয়াহ, কয়াহ, দুবরেকা, বোফা এবং কিন্দিয়ায় ৪৫ দিনের জরুরী স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। আমাদের উপকূলীয় এলাকাগুলোতে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।
×