ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বৈশাখী কেনাবেচায় ব্যস্ত শপিং সেন্টারগুলো

প্রকাশিত: ০৬:২০, ৩১ মার্চ ২০১৫

বৈশাখী কেনাবেচায় ব্যস্ত শপিং সেন্টারগুলো

অর্থনৈতিক রিপোর্টার ॥ বৈশাখ মানেই ষোলআনা বাঙালীয়ানা। অসাম্প্রদায়িক বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিনটি নানা আনুষ্ঠানিকতায় পালন করা হয়। আর এদিনকে সামনে রেখে দেশীয় ফ্যাশন হাউসগুলো সেজেছে নতুন সাজে। তাদের তৈরি পোশাকে ছাপ লেগেছে বৈশাখী রঙের। ছেলেদের পাঞ্জাবি, শর্ট পাঞ্জাবি, টি-শার্ট আর মেয়েদের শাড়ি, সালোয়ার-কামিজসহ নানা পোশাকের সমাহার রাজধানীর মার্কেটগুলোতে। রাজধানীর একাধিক শপিংমল ঘুরে দেখা গেছে, বৈশাখের বর্ণিল সাজে সেজেছে দেশীয় ফ্যাশন হাউসগুলো। বৈশাখকে সামনে রেখে ফ্যাশন হাউসগুলো ছেলেদের লাল, সাদা, হলুদসহ বাহারি রঙের পাঞ্জাবি, শর্ট পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট বাজারে এনেছে। এদিকে মেয়েদের জন্য রয়েছে সালোয়ার-কামিজ, টপস, থ্রি-পিস। এছাড়াও বাচ্চাদের জন্যও রয়েছে বিভিন্ন ডিজাইনের পোশাক। বৈশাখের আয়োজনে ফ্যাশন হাউজগুলো ছেলেদের জন্য পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট এনেছে। মেয়েদের জন্য সালোয়ার-কামিজ, টপস, সিঙ্গেল কামিজ, শাড়ি, জুয়েলারি সবই রয়েছে। প্রতিটা ডিজাইনের পোশাকের সঙ্গে মিলিয়ে মেয়েদের পার্টি ব্যাগও পাওয়া যাচ্ছে। বাচ্চাদের জন্যও রয়েছে বিশাল আয়োজন। ফতুয়া, শার্ট, পাঞ্জাবি, ফ্রক, কামিজ, শাড়ি সবই আছে। বৈশাখকে বরণ করতে সব রঙের পোশাক-ই নিয়ে এসেছে ফ্যাশন হাউসগুলো। লাল, নীল, সাদা সব রঙের পোশাকই বাজারে এখন পাওয়া যাচ্ছে। ছেলেদের পাঞ্জাবি পাওয়া যাবে ১০০০ থেকে ৩ হাজার ৫০০ টাকায়। টি-শার্ট পাওয়া যাবে ৩২৮ থেকে ৫০০ টাকায়। শার্ট পাওয়া যাচ্ছে ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়। মেয়েদের শাড়ি পাওয়া যাবে ১ হাজার ৫০০ থেকে ৮ হাজার টাকায়। সালোয়ার-কামিজ পাওয়া যাচ্ছে ৩ হাজার থেকে ৮ হাজার টাকায়। টপসের (তাগা) দাম পড়বে ৫০০ থেকে ২ হাজার টাকায়। বাচ্চাদের পাঞ্জাবি, টপস, শার্ট, টি-শার্ট, ফ্রক সব পাবেন ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে। বাচ্চাদের ফতুয়া, সালোয়ার পাওয়া যাবে ৩০০ থেকে ২ হাজার টাকায়।
×